ক্যারেন্ট অ্যাফেয়ার্স ১৮ জুন ২০২০

953
0

আন্তর্জাতিক

  • ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনকারীরা ভেঙে দিয়েছিলেন শিল্পপতি সেসিল রোডমের মূর্তি৷ এবার অক্সফোর্ডের ওরিয়েল কলেজ কর্তৃপক্ষ সেসিলের মূর্তি সরানোর সিদ্ধান্ত নিল৷
  • নেপালের উচ্চ কক্ষেও বিতর্কিত মানচিত্রটি পাশ হল৷ এর আগে নিম্নকক্ষেও তা অনুমোদিত হয়েছিল৷ প্রসঙ্গত, উত্তরাখণ্ডের কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরাকে নিজেদের দাবি করে নতুন মানচিত্র প্রকাশ করেছে তারা৷ সংসদের বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হল৷
  • বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮৫,২৬,৯৮২৷ মৃত্যু হয়েছে ৪,৫৩,৮২৯ জনের৷ বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ অতিক্রম করে গেল৷ প্রাণহানি হয়েছে ১,৩৪৩ জনের৷

 

জাতীয়

  • লাদাখের গালওয়ান উপত্যকার ১৪ নম্বর পয়েন্টে কাঁটাতার লাগানো লাঠি দিয়ে চরম নৃশংস আচরণ করেছিল চিনা সেনা৷ এরপর নতুন করে সংঘর্ষ না হলেও লাদাখ সীমান্তে সেনা বাড়িয়েছে দুটি দেশই৷ এদিন ৯ ঘণ্টা ধরে সীমান্তে মেজর জেনারেল স্তরের বৈঠক হয়৷ তবে তা নিস্ফলা ছিল৷ এদিকে ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডর প্রকল্পে একটি চিনা সংস্থার ৪৭১ কোটি টাকার বরাত বাতিল করল রেল কর্তৃপক্ষ৷ ২০১৯ সালের মধ্যে ৪১৭ কিমি রেলপথে নির্ধারিত কাজের মাত্র ২০ শতাংশ তারা শেষ করতে পেরেছে বলে জানানো হয়েছে৷
  • করোনা সংক্রমণের আশঙ্কায় এবছর পুরীর রথযাত্রায় নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট৷ ওড়িশা বিকাশ পরিষদ নামে একটি সংস্থা এই মামলা করেছিল৷ প্রধান বিচারপতি এস এ বোবডে বলেছেন, ‘এ বছর রথযাত্রার অনুমতি দিলে জগন্নাথদেব আমাদের ক্ষমা করবেন না৷’ প্রসঙ্গত, দ্বাদশ শতকে শুরু হয় রথযাত্রা৷ রাজনৈতিক অস্থিরতায় শেষবার ১৭৩৩-৩৫ সালে রথযাত্রা বন্ধ ছিল পুরীতে৷
  • দেশে গত ২৪ ঘণ্টায় ১২,৮৮১ জন কোভিড আক্রান্ত হয়েছেন৷ মোট আক্রান্ত ৩,৬৬,৯৪৬ জন৷ ১২,২৩৭ জনের প্রাণহানি হয়েছে এই সংক্রমণে৷
  • ১৮৪টি দেশের সমর্থন পেয়ে ভারত অষ্টমবারের জন্য রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হল৷

 

বিবিধ

  • ফ্র্যাঙ্কফুর্ট বইমেলার উদ্যোক্তা জার্মানির বই প্রকাশন সংগঠন ‘জার্মান বুক ট্রেড’-এর ২০২০ সালের শান্তি পুরস্কার অমর্ত্য সেন পাচ্ছেন বলে ঘোষিত হল৷ ১৯৫০ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে৷

 

খেলা

  • কোপা ইতালিয়া ট্রফি জিতল নাপোলি৷ ২০১০ সালের পর এই প্রথম কোনো ট্রফি জিতল তারা৷ এদিন দর্শকশূন্য স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে টাইব্রেকারে ৪.২ গোলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল জুভেন্তাসকে হারাল নাপোলি৷ এদিকে এই প্রথম পর-পর ২টি ফাইনালে হারলেন রোনাল্ডো৷ গত ডিসেম্বরে সুপার কোভায় লাজ্জিওর কাছে হেরেছিল জুভেন্তাস৷ ২০১৩-১৪ সালে দেশ ও ক্লাবের হয়ে ১১টি ট্রফি জিতেছিলেন রোনাল্ডো৷ এদিকে দিয়েগো মারাদোনার স্মৃতি বিজড়িত নাপোলি এই নিয়ে ষষ্ঠবার কোপা ইতালিয়া চ্যাম্পিয়ন হল৷