খড়গপুর আইআইটি লাইব্রেরিতে প্রফেশনাল ট্রেনি নিয়োগ

767
0
IIT Kharagpur recruitment 2023

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি খড়গপুরের সেন্ট্রাল লাইব্রেরিতে ১২ জন প্রফেশনাল ট্রেনি নিয়োগ করা হবে। পদসংরক্ষণ থাকবে নিয়মানুযায়ী। বিজ্ঞপ্তি নম্বর: R/02/2020 dated 27/01/2020.

যোগ্যতা: বিলিব ও এমলিব (ব্যাচেলর অব লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ও মাস্টার অব লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স)-এ প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারের জ্ঞান থাকলে অগ্রাধিকার।

বয়স: বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: সময়সীমা এক বছর, ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ১৬০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি: http://www.iitkgn.ac.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অনলাইন পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট-আউট সই করে যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে The Librarian, Central Library, IIT Kharagpur 721302, West Bengal ঠিকানায়। খামের উপরে লিখতে হবে ‘Application for PROFESSIONAL TRAINEE’, পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি পৌঁছতে হবে আগামী ১০ মার্চের মধ্যে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইটে জানা যাবে।