গত বছরের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা বাতিল নয়

570
0

এসএসসি পরিচালিত গত বছরের সিজিএল পরীক্ষা নতুন করে নেওয়ার কোনো বিষয় নেই। গত বছরের সিজিএল পরীক্ষা বাতিল করা হয়নি, তাই নতুন করে পরীক্ষা নেওয়ার প্রশ্ন ওঠে না বলে ২৭ মার্চ লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। গত বছরের এই পরীক্ষায় কিছু টোকাটুকির অভিযোগ ওঠায় স্টাফ সিলেকশন কমিশন এই পরীক্ষার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে সিবিআই তদন্তের সুপারিশ করে এবং সেইমতো সিবিআই তদন্ত শুরু করে ৮ মার্চ একটি প্রাথমিক অভিযোগ দায়ের করে। তবে পরিক্ষা বাতিল হয়নি এবং নতুন করে নেওয়ার কোনো বিষয় নেই বলে মন্ত্রী জানিয়ে দেন। সিবিআই তদন্তের কথা শুনে অনেক প্রার্থীর ধারণা ছিল আবার নতুন করে পরীক্ষা নেওয়া হবে।