গুগল সারাবছরই নানা পদে কর্মী নিয়োগ করে অনলাইন আবেদনের মাধ্যমে, একথা আমরা আগেও বলেছি (https://jibikadishari.co.in/?p=4669)। বাইরের নানা দেশের শূন্যপদে যেমন, এদেশেও। তেমনই গুগল-ইন্ডিয়া কেরিয়ার্সের পেজের মাধ্যমে লোক নেয় নানাভাবে জড়িত অন্যান্য সংস্থাও। বুঝে নিতে হবে কোনটা গুগলের নিজস্ব, কোনটা ঠিক তা নয়। যেমন, আমাদের দেশে গুগল-ইন্ডিয়া কেরিয়ার্সের পেজের মাধ্যমে কোথায় কী পদে নিয়োগের জন্য আবেদন গ্রহণ চলছে তা জানা যাবে এই লিঙ্কে ক্লিক করে: https://www.google.com/search?source=hp&ei=4Q2nXMvXKIG5rQGR_YO4Bw&q=google-india+careers&oq=google-india+careers&gs_l=psy-ab.3..0i22i30l10.8529.29298..31621…1.0..0.335.3128.0j18j1j1……0….1..gws-wiz…..6..35i39j0i131i67j0i67j0i131j0j0i30.Ihc2UinGkI4&ibp=htl;jobs&sa=X&ved=2ahUKEwi06PiVwrjhAhVYeH0KHam-B_0Qp4wCMAB6BAgJEBE#htidocid=S-zGmeya6Xc-LM0iAAAAAA%3D%3D
ওই পেজে একেবারে ওপরে সার্চ করার জায়গায় বিশেষ কোনো পদের বা জায়গার নাম দিয়েও সার্চ করা যায়। কলকাতা, হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লি, তেলেঙ্গানা, কর্নাটক ইত্যাদি কোথায় কী শূন্যপদের তথ্য কবে দেওয়া হয়েছে জানা যাবে মুহূর্তের মধ্যে। উদাহরণ, বেশ কিছু জায়গায় সফটওয়ার ইঞ্জিনিয়ার নেওয়া হবে। এর শূন্যপদ রয়েছে গুগল ইন্ডিয়ার হায়দ্রাবাদের অফিসে। সেই পদের জন্য প্রয়োজনীয় তথ্যাদি হল এইরকম—
যোগ্যতা: এক বা একের বেশি জেনারেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ (যেমন জাভা, সি/সি ++, অবজেক্টিভ সি, পাইথন, জাভাস্ক্রিপ্ট/গো ) সফটওয়ার ডেভেলপমেন্টের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
এছাড়া ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ইউনিক্স/লিনাক্স এনভায়রনমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিস্ট্রিবিউটেড অ্যান্ড প্যারালাল সিস্টেমস, মেশিন লার্নিং, ইনফরমেশন রিট্রিভাল, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, নেটওয়ার্কিং, ডেভেলপিং লার্জ সফটওয়্যার সিস্টেম, বা সিকিউরিটি সফটওয়্যার ডেভেলপমেন্ট— এগুলির মধ্যে যে-কোন দুটি বা তার বেশি ক্ষেত্র নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
পেইমেন্ট রিলেটেড প্রোডাক্ট বা পেইমেন্টস ইন্ডাট্রিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
এছাড়া কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিং বা অন্য সংশ্লিষ্ট টেকনিক্যাল বিষয়ে মাস্টার বা পিএইচডি ডিগ্রি, পেইমেন্ট এবং মোবাইল কমার্স প্রোডাক্ট সম্বন্ধে জ্ঞান ও কোডিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আগ্রহ থাকতে হবে।
আবেদন: অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য গুগলের ওয়েবসাইটে এক বা একাধিক লিঙ্ক দেওয়া থাকে। যেমন: https://careers.google.com/jobs/results/5980060822732800-software-engineer-next-billion-users/?category=SOFTWARE_ENGINEERING&company=Google&company=YouTube&utm_campaign=google_jobs_apply&utm_medium=organic&utm_source=google_jobs_apply
এই রকমই কলকাতায় সুযোগ খুঁজলে পাওয়া যাবে নিচের লিঙ্ক। সেখানে আবেদন করা যাবে ৩ দিন আগে পোস্ট করা এই পদে: Sales Consultant-Google Map Process (1-3 yrs) Kolkata (Tele Sales/BPO)। ওই পাতাতেই জানা যাবে পদ ও আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্য।
JOB, Google, Google Job