গেইল ইন্ডিয়া লিমিটেডে ১৬০ জন জুনিয়র ইঞ্জিনিয়ার, ফোরম্যান, জুনিয়র কেমিস্ট, জুনিয়র সুপারিন্টেন্ডেন্ট, টেকনিশিয়ান, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ও অ্যাসিস্ট্যান্ট (এইচআর) নিয়োগ করা হবে।
শূন্যপদের বিন্যাস: ক্রমিক সংখ্যা ১: জুনিয়র ইঞ্জিনিয়ার (কেমিক্যাল), গ্রেড এস-৭: ২ (তপশিলি উপজাতি)। ক্রমিক সংখ্যা ২: জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল),গ্রেড এস-৭: ১ (তপশিলি উপজাতি)। ক্রমিক সংখ্যা ৩: ফোরম্যান (ইলেক্ট্রিক্যাল), গ্রেড এস-৫: ৬ (তপশিলি উপজাতি)। ক্রমিক সংখ্যা ৪: ফোরম্যান (ইনস্ট্রুমেন্টেশন), গ্রেড এস-৫: ২৫ (অসংরক্ষিত ১৩, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ৮)। ক্রমিক সংখ্যা ৫: ফোরম্যান (মেকানিক্যাল), গ্রেড এস-৫: ২ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১)। ক্রমিক সংখ্যা ৬: ফোরম্যান (সিভিল), গ্রেড এস-৫: ২২ (অসংরক্ষিত ১২, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি এনসিএল ৬)। ক্রমিক সংখ্যা ৭: জুনিয়র কেমিস্ট, গ্রেড এস-৫: ১০ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ৪, ওবিসি এনসিএল ৩)। ক্রমিক সংখ্যা ৮: জুনিয়র সুপারিন্টেন্ডেন্ট (অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ) গ্রেড এস-৫: ৫ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ৯: জুনিয়র সুপারিন্টেন্ডেন্ট (এইচআর), গ্রেড এস-৫: ২ (তপশিলি উপজাতি)। ক্রমিক সংখ্যা ১০: টেকনিশিয়ান (মেকানিক্যাল), গ্রেড এস-৩: ১৭ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ২, ওবিসি এনসিএল ৪)। ক্রমিক সংখ্যা ১১: টেকনিশিয়ান (ইনস্ট্রুমেন্টেশন), গ্রেড এস-৩: ১৪ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি এনসিএল ৪)। ক্রমিক সংখ্যা ১২: টেকনিশিয়ান (ইলেক্ট্রিক্যাল), গ্রেড এস-৩: ৬ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, ওবিসি এনসিএল ৪)। ক্রমিক সংখ্যা ১৩: টেকনিশিয়ান টেলিকম অ্যান্ড টেলিমেট্রি, গ্রেড এস-৩: ১৪ (অসংরক্ষি. ৮, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি এনসিএল ৩)। ক্রমিক সংখ্যা ১৪: অ্যাসিস্ট্যান্ট (স্টোরস অ্যান্ড পারচেস), গ্রেড এস-৩: ১ (ওবিসি এনসিএল)। ক্রমিক সংখ্যা ১৫: অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, গ্রেড এস-৩: ১০ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি এনসিএল ২)। ক্রমিক সংখ্যা ১৬: মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট, গ্রেড এস-৩: ২১ (অসংরক্ষিত ১২, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি এনসিএল ৬)। ক্রমিক সংখ্যা ১৭: অ্যাসিস্ট্যান্ট (এইচআর), গ্রেড এস-৩: ২ (অসংরক্ষিত)।
যোগ্যতা: জুনিয়র ইঞ্জিনিয়ার (কেমিক্যাল, মেকানিক্যাল): তপশিলি উপজাতি প্রার্থীদের ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর ৮ বছরের অভিজ্ঞতা থাকা দরকার।
ফোরম্যান (ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক্যাল, সিভিল): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর সংশ্লিষ্ট ফিল্ডে অন্তত দু বছরের অভিজ্ঞতা থাকা দরকার।
জুনিয়র কেমিস্ট: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে কেমিস্ট্রিতে পূর্ণ সময়ের মাস্টার ডিগ্রি (এমএসসি), অন্তত দু বছরের সময়সীমার। শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর দু বছরের অভিজ্ঞতা থাকা দরকার।
জুনিয়র সুপারিন্টেন্ডেন্ট (অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ): ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে হিন্দি লিটারেচারে অন্তত তিন বছরের সময়সীমার পূর্ণ সময়ের ব্যাচেলর ডিগ্রি। তিন বছরের অভিজ্ঞতা থাকা দরকার।
জুনিয়র সুপারিন্টেন্ডেন্ট (এইচআর): ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে পূর্ণ সময়ের ব্যাচেলর ডিগ্রি সঙ্গে পার্সোনেল ম্যানেজমেন্ট/ ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে ডিপ্লোমা। ২ বছরের অভিজ্ঞতা থাকা দরকার।
টেকনিশিয়ান (মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ইলেক্ট্রিক্যাল, টেলিকম অ্যান্ড টেলিমেট্রি): ম্যাট্রিকুলেশন সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই ট্রেডসম্যানশিপ/ সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট। সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা থাকা দরকার।
অ্যাসিস্ট্যান্ট (স্টোরস অ্যান্ড পারচেস): ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর সহ পূণ; সময়ের ব্যাচেলর ডিগ্রি, কম্পিউটার অ্যাপ্লিকেশনের বেসিক জ্ঞান থাকতে হবে। সঙ্গে ১ বছরের অভিজ্ঞতা থাকা দরকার।
অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে অন্তত তিন বছরের সময়সীমার পূর্ণ সময়ের ব্যাচেলর ডিগ্রি (বিকম)। সঙ্গে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার।
মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (বিবিএ/ বিবিএস/ বিবিএম) অন্তত তিন বছরের সময়সীমার পূর্ণ সময়ের ব্যাচেলর ডিগ্রি। অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার।
অ্যাসিস্ট্যান্ট (এইচআর): ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর সহ পূর্ণ সময়ের ব্যাচেলর ডিগ্রি, কম্পিউটার অ্যাপ্লিকেশনের বেসিক জ্ঞান থাকতে হবে। সঙ্গে ১ বছরের অভিজ্ঞতা থাকা দরকার।
বয়সসীমা: এস-৭ গ্রেডের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর। এস-৫ এর ২৮ বছর এবং এস-৩ বয়সের ঊর্ধ্বসীমা ২৬ বছর। সবক্ষেত্রেই ৩০ নভেম্বর ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
পারিশ্রমিক: এস-৭ ১৬৩০০-৩৮৫০০ টাকা, শুরুতে বেসিক পে ১৬৩০০ টাকা। এস-৫ ১৪৫০০-৩৬০০০ টাকা, শুরুতে বেসিক পে ১৪৫০০ টাকা। এস-৩-র ক্ষেত্রে ১২৫০০-৩৩০০০ টাকা, বেসিক পে ১২৫০০ টাকা।
আবেদনের ফি: ৫০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না। ডেবিট/ ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে-কোনো শাখায় প্রি অ্যাকনলেজমেন্ট পেমেন্টের মাধ্যমে ফি দেওয়া যাবে।
আবেদনের পদ্ধতি: www.gailonline.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৩০ নভেম্বর ২০১৮ সন্ধ্যা ৬টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।