গেট স্কোরের ভিত্তিতে রাজ্য বিদ্যুতে অ্যাসিঃ ইঞ্জিনিয়ার নিয়োগ

1022
0
WBPDCL Recruitment 2023

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, আইটিঅ্যান্ডসি) নিয়োগ করা হবে। নোটিফিকেশন নম্বর: MRP/2018/03  Date 23/08/2018. প্রার্থী বাছাই করা হবে গেট ২০১৯ স্কোরের ভিত্তিতে।

বেতনক্রম: ১৫৬০০-৩৯১০০ টাকা, গ্রেড পে ৫৪০০ টাকা।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৮ তারিখের হিসেবে ১৮-২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): এআইসিটিই বা আইআইটি স্বীকৃত ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স (কম্বাইন্ড)/ পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে বিএ/ বিটেক/ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি (ল্যাটারাল এন্ট্রি থাকলেও আবেদন করতে পারবেন)/ ফিজিক্সে বিএসসি অনার্স সঙ্গে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের বিটেক। অথবা এআইসিটিই/ এএমআইই স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): এআইসিটিই বা আইআইটি স্বীকৃত সিভিল ইঞ্জিনিয়ারিং/ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ে বিএ/ বিটেক/ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি। অথবা এআইসিটিই/ এএমআইই স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): এআইসিটিই বা আইআইটি স্বীকৃত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে  বিএ/ বিটেক/ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি (ল্যাটারাল এন্ট্রি থাকলেও আবেদন করতে পারবেন)। অথবা এআইসিটিই/ এএমআইই স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটিঅ্যান্ডসি): এআইসিটিই/ আইআইটি স্বীকৃত ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে বিএ/ বিটেক/ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি/ এমএসসি (কম্পিউটার সায়েন্স)/ এমসিএ/ বিএসসি অনার্স সঙ্গে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের বিটেক।

গেট পেপার কোড: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইই), সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইমফরমেশন টেকনোলজি (সিএল)।

আবেদনের পদ্ধতি: www.wbsedcl.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৫ জানুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত। গেট সম্পর্কে বিস্তারিত জানা যাবে http://appsgate.iitm.ac.in ওয়েবসাইট থেকে।