গ্রামীণ ডাকসেবকের পশ্চিমবঙ্গ সার্কলের ৫৭৭৮ শূন্যপদের ফল প্রকাশিত হল

1241
0
Gramin Dak Sevak, Postal Result, Gramin Dak sevak result

ডাকবিভাগের পশ্চিমবঙ্গ সার্কলে গ্রামীণ ডাকসেবক নিয়োগের প্রথম পর্যায়ের (সাইকল-১) ফল অবশেষে প্রকাশিত হল। নিয়োগ অবশ্য চূড়ান্ত ভাবে নির্ভর করবে আদালতের মামলার রায়ের ওপর। মোট শূন্যপদ ৫৭৭৮ (Notification No.RECTT./R-100/ONLINE/GDS/VOL-VI DATED 05.04.2018)। ১৬ জনের ফল ধরে রাখা আছে। ডাকবিভাগের কোন ডিভিশনে, হেড অফিসে, ব্রাঞ্চ অফিসে কে কোন পদের জন্য নির্বাচিত হয়েছেন তার তালিকা দেখা যাবে এই লিঙ্কে:West Bengal-23_ResultsCycle1