ছবির জন্য আবেদন বাতিল, সংশোধনের সুযোগ দিচ্ছে রেল

803
1
Railway Apprentice 2023

রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান পদের জন্য যে সব প্রার্থী আবেদন করেছেন এবং গত ১১ তারিখ থেকে আবেদন স্টেটাস চেক করার সময় দেখছেন আবেদন বাতিল হয়েছে ছবির কারণে, তাঁদের পুনরায় আবেদনপত্রে ছবি ঠিক বা পরিবর্তন করার সুযোগ রয়েছে। CEN 02/2018 (Level –I Post) অনুযায়ী রেলের গ্ৰুপ ডি পদের জন্যে রিভাইজড স্ট্যাটাস কিছুক্ষনের মধ্যে ওয়েবে আপলোড করে দেওয়া হবে।

আগামী ২০ জুলাইয়ের মধ্যেই আপনাকে আপনার স্টেটাস লিংক-এ ঢুকে ছবি পরিবর্তন করার জায়গা দেওয়া হবে। ছবি পরিবর্তন বা সংশোধন করার সুযোগ দেওয়া হচ্ছে একবারই।এছাড়াও যে সব প্রার্থীর ছবির জন্য আবেদন বাতিল হয়েছে, তাঁদের আবেদন পত্রে দেওয়া ইমেল-আইডিতে একটি ছবি কারেকশনের জন্য লিঙ্কও পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকেও ছবি পরিবর্তন বা সঠিকভাবে আবেদন করে নিতে পারবেন। যাঁরা ইতিমধ্যে ছবি পরিবর্তন বা সংশোধন করেছেন তাঁদের “রিভাইজড স্টেটাস” ই-মেল মারফত জানিয়ে দেওয়া হবে এবং স্টেটাস লিঙ্ক-এ আপলোড করে দেওয়া হবে।

পশ্চিমবঙ্গের প্রার্থীদের আবেদন স্টেটাস চেক করা বা ছবি সংশোধন করার জন্য ওয়েবসাইট – http://www.rrbkolkata.gov.in/.  

অন্যান্য রেলের আঞ্চলিক ওয়েবসাইটেও সংশোধনের লিঙ্ক তুলে দেওয়া হয়েছে।