Site icon জীবিকা দিশারী

জলপাইগুড়িতে সোশ্যাল ওয়ার্কার, নার্স, আয়া, চৌকিদার

Jalpaiguri Jobs, Govt Jobs in West Bengal,

জলপাইগুড়ি জেলায় চাইল্ড প্রোটেকশন স্কিমের জন্য একাধিক পদে চুক্তির ভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর 209, Date  06/03/2020.

শূন্যপদ — ম্যানেজার / কো – অর্ডিনেটর ১ (অসংরক্ষিত), সোশ্যাল ওয়ার্কার (মহিলা) ১ (অসংরক্ষিত), নার্স ১ (অসংরক্ষিত), ডাক্তার ১ (অসংরক্ষিত), আয়া ৬ (অসংরক্ষিত ৩, এসসি ১, এসটি ১, ওবিসি-এ ১), চৌকিদার ১ (অসংরক্ষিত)।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা —

ম্যানেজার / কো – অর্ডিনেটর: সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক-এ পোস্ট গ্র্যাজুয়েট ও সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অপারেশনে ডিপ্লোমা। চাইল্ড ওয়েলফেয়ারের কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।  ৬ মার্চ, ২০২০ অনুযায়ী বয়স হতে হবে ২৩ থেকে ৪০।

সোশ্যাল ওয়ার্কার: সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক-এ গ্র্যাজুয়েট। ৬ মার্চ, ২০২০ অনুযায়ী বয়স হতে হবে ২১ থেকে ৪০। মাস্টার ডিগ্রি থাকলে অগ্রাধিকার।

নার্স: উচ্চমাধ্যমিক বা সমতুল। নার্সিং বা জিএনএম নিয়ে ডিপ্লোমা থাকতে হবে। অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৬ মার্চ, ২০২০ অনুযায়ী বয়সসীমা ২৩ থেকে ৪০।

ডাক্তার: এমবিবিএস। পেডিঅ্যাট্রিক্স নিয়ে ডিএনবি থাকলে অগ্রাধিকার। ৬ মার্চ, ২০২০ অনুযায়ী বয়স ২৪ থেকে ৪০।

আয়া: মাধ্যমিক বা সমতুল। গৃহবধূদের ক্ষেত্রে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হলেই হবে। ৬ মার্চ, ২০২০ অনুযায়ী বয়সসীমা ২১ থেকে ৫০।

চৌকিদার: অষ্টম শ্রেণি উত্তীর্ণ। ৬ মার্চ, ২০২০ অনুযায়ী বয়সসীমা ২১ থেকে ৪০।

আবেদন — ২৭ মার্চ, ২০২০-র মধ্যে আবেদন পাঠাতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। একজন একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদনের লিঙ্ক: http://www.nregajalpaiguri.com/online_rec_jpg/

বিজ্ঞতির লিঙ্ক: http://www.nregajalpaiguri.com/online_rec_jpg/dcpu_209_06_03_2020.pdf

Exit mobile version