জেক্সপো-র অনলাইন কাউন্সেলিং ১৪ জুন থেকে

893
0

রাজ্যে পলিটেকনিক কলেজগুলিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য অনলাইন কাউন্সেলিং শুরু হবে ১৪ জুন থেকে।

গত সপ্তাহেই পলিটেকনিক কলেজগুলিতে ভর্তির জন্য জেক্সপো ২০১৮ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

এই বছর জেক্সপো পরীক্ষা দিয়েছিলেন মোট ৬৬ হাজার ১২৫ জন পরীক্ষার্থী।

এর মধ্যে থেকে প্রথম হয়েছেন পশ্চিম বর্ধমান জেলার সৌমিক দত্ত।

ছাত্রীদের মধ্যে সেরা পশ্চিম বর্ধমান জেলারই মৌসুমী দত্ত।

এর পাশাপাশি ইতিমধ্যে “ভোকলেট” পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

আরও বিস্তারিত দেখে নেওয়া যাবে এই লিঙ্কে: http://webscte.org/.