জেনারেল নলেজ : বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য

2222
0
GK, General Knowledge

১) কোনো মৌল বস্তুতে অণুর সংখ্যাকে কী বলে?

– অ্যাভোগ্র্যাডো সংখ্যা।

২) বালির প্রধান উপাদান কী?

–  সিলিকা।

৩) কোন গ্যাসের রং লালচে বাদামি?

– নাইট্রোজেন-ডাই-অক্সাইড

৪) জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে কে?

– ক্রোমোজোম।

৫) অগ্নিনির্বাপক যন্ত্রে কী থাকে?

– তরল কার্বন-ডাই-অক্সাইড।

৬) সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটি?

– হাইড্রোজেন।

৭) সমুদ্রের গভীরতা  মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?

– ফ্যাদোমিটার।

৮) মহাজাগতিক রশ্মি কে আবিষ্কার করেন?

– রাদারফোর্ড।

৯) মঙ্গল গ্রহে পাঠানো মহাকাশযানের নাম কী?

– পাথ ফাইন্ডার।

১০) বিশ্বের প্রথম টেস্টটিউব বেবি কে?

– লুইস ব্রাউন।

১১) দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি?

– গোদাবরী।

১২) ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত?

– দেরাদুনে।

১৩) ভূ-কেন্দ্রে পৃথিবীর উষ্ণতা কত?

– ৮০০০ ডিগ্রি সেন্টিগ্রেড।

১৪) ইউরোপীয় ও ভারত উপদ্বীপ পাত্সীমান্ত কোন ধরনের পাত সীমান্তের উদাহরণ?

– অভিসারী পাত সীমান্ত।

১৫) বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি কত?

– .০৪ ডিগ্রি সেলসিয়াস।

১৬) সৌরতাপের কত শতাংশ বায়ুমণ্ডল শোষণ করে?

– ১৯%।

১৭) এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন?

– সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন।

১৮) কোন গুপ্তসম্রাট হূণ আক্রমণ প্রতিরোধ করতে সমর্থ হন?

– গুপ্তসম্রাট স্কন্দগুপ্ত।

১৯) কোন সালে সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাশ হয়?

– ১৮১৯ সালে।

২০) বুদ্ধচরিত কে রচনা করেন?

– কবি অশ্বঘোষ।

 

 

 

GK, General Knowledge