জেলা আদালত, হাইকোর্টের জন্য ‘ন্যায়মিত্র’ নিয়োগ

1273
0
Hoogly Govt Job

কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের উদ্যোগে বিভিন্ন রাজ্যে ‘ন্যায়মিত্র ‘ নিয়োগ হচ্ছে। এ রাজ্যে কলকাতা হাইকোর্ট ও ৭ টি জেলা (দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, নদিয়া, বর্ধমান) আদালতে ‘ন্যায়মিত্র’ নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। মূলত ১০ বা ততোধিক বছরের পুরোনো মামলা নিস্পত্তির কাজে সহায়তার জন্য ‘ন্যায়মিত্র’ নিয়োগ করা হয়।

যোগ্যতা: অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসার/এগজিকিউটিভ অফিসাররা এই পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হিসাবে আইন নিয়ে স্নাতক হতে হবে। জেলা আদালতের জন্য সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে।

বয়স: ১ এপ্রিল, ২০১৯ অনুযায়ী সর্বোচ্চ ৬৩ বছর।

সাম্মানিক ভাতা: মাসিক সাম্মানিক ৩৫০০০ টাকা ও  মাসিক অন্যান্য ভাতা ৫০০০ টাকা।

আবেদন: আগামী ৩১ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন লিঙ্ক: https://nyayamitra.com/index.php/home/

 

District Court Job, Court Job