জেলা বিদ্যালয় পরিদর্শক পরীক্ষার সিলেবাস

885
1
Answer Key, Govt Job, Govt Job 2019

পশ্চিম বঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিসে ডিআই/এডিআই অব স্কুলস নিয়োগের পরীক্ষার সিলেবাস জানানো হয়েছে। মোট ১০০ নম্বরের ১ ঘণ্টা ৩০ মিনিটের অবজেক্টিভ টাইপের পরীক্ষা হবে। মোট ১০০ প্রশ্ন, প্রতি প্রশ্নে ১ নম্বর: ৫০টি প্রশ্ন এডুকেশন বিষয়ে, বিএড পরীক্ষার মানের, ৫০টি প্রশ্ন থাকবে জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক বিষয়ে। অ্যারিথমেটিকের প্রশ্ন হবে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক মান অনুযায়ী, জেনারেল স্টাডিজের প্রশ্ন হবে সাধারণ অভিজ্ঞতা ও চলতি ঘটনাসমূহের ওপর।

পিএসসির এই সিলেবাসের বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2579102