জয়েন্ট এন্ট্রান্স ফল প্রকাশিত, প্রথম রায়গঞ্জের সৌরদীপ

807
0
Joint Entrance Result, JEE Result

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পরীক্ষার ফল। করোনা সংক্রমণের কারণে এ বছর কিছু দেরিতে ফল প্রকাশ করতে বাধ্য হল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

ইঞ্জিনিয়ারিং কলেজগুলির এই প্রবেশিকা পরীক্ষায় এ বছর প্রথম স্থান অধিকার করেছে রায়গঞ্জের সৌরদীপ দাস। দ্বিতীয় স্থান অধিকার করেছে ডিএভি মডেল স্কুলের ছাত্র শুভম ঘোষ। তৃতীয় হয়েছেন রুবি পার্কের ডিএভি স্কুলের ছাত্রী ঢাকুরিয়ার শ্রীমন্তী দে।

ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া দ্রুত মিটিয়ে ফেলার জন্য এ বছর ২ ফেব্রুয়ারি পরীক্ষা গ্রহণ করা হয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৮ হাজার ৮০০। www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

প্রার্থীদের জন্য কলেজে ভর্তির বা কাউন্সেলিংয়ের প্রক্রিয়া অনলাইনে। মোট ১৭ হাজার ২৮৮টি কমন সার্ভিস সেন্টার থেকে অনলাইনে কাউন্সেলিংয়ের প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন ছাত্র-ছাত্রীরা। কমন সার্ভিস সেন্টারগুলি থেকে কাউন্সেলিং বা রেজিস্ট্রেশনের সময় কোনও ফি নেওয়া হবে না।

 

 

Joint Entrance Result, JEE Result