ঝাড়গ্রামের স্কুলে চাকরি

534
0

ডেপুটেশন ভ্যাকান্সিতে বিএসসি বায়ো (পাস) তপশিলি জাতি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই।

ট্রেনিং থাকলে অগ্রাধিকার।

যাবতীয় প্রমাণপত্রাদি সহ ৫ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আদেন করতে হবে।

ঠিকানা: The President, Panchkahania High School (HS), PO Asanboni, Dist Jhargram, Pin-721506. মোবাইল নম্বর: ৯৬৩৫৪২৫৫৭১।

……………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

ডেপুটেশন ভ্যাকান্সিতে ও ম্যাটারনিটি লিভ ভ্যাকেন্সিতে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে।

ডেপুটেশন ভ্যাকান্সিতে যে সমস্ত বিষয়ে নিয়োগ হবে সেগুলি হল:

১) ইংরেজিতে বিএ, ওবিসি এ।

২) ফিজিক্সে বিএসসি অসংরক্ষিত।

দুক্ষেত্রেই বিএড থাকলে অগ্রাধিকার।

ম্যাটারনিটি লিভ ভ্যাকেন্সিতে নিয়োগ হবে কম্বিনেশনে বাংলা সহ বিএ পাশ তপশিলি জাতি।

বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদি সহ ৪ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

ঠিকানা: The Secretary, Dahijuri Mahatma Vidyapith, PO Dahijuri, DT Jhargram, Pin-721504.