ঝাড়গ্রামে স্কুলে চাকরি

902
0

ঝাড়গ্রামের আরবিএম গভর্নমেন্ট গার্লস’ স্কুলে ডেপুটেশন ভ্যাকান্সিতে ভিশুয়াল আর্টসে অনার্স/ পোস্ট গ্র্যাজুয়েট দুজন ড্রয়িং শিক্ষিকা নিয়োগ করা হবে (অসংরক্ষিত ১, ওবিসি এ ১)।

বিএড থাকলে অগ্রাধিকার।

বায়োডেটা সহ স্কুলের প্রধান শিক্ষকের কাছে আবেদন করতে হবে ১ জুন ২০১৮ তারিখের মধ্যে।

বায়োডেটা ডাকযোগে পাঠাতে পারেন এই ঠিকানায়: R B M Govt. Girls’ School, SH5, Jhargram-721507.

কিংবা ইমেলও করতে পারেন rbmgovgovgs@gmail.com আইডিতে।