ডব্লুবিসিএস ২০১৭ সি গ্রুপের চূড়ান্ত ফল বেরোল

618
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ২০১৭ সালের ডব্লুবিসিএস (এগজিঃ) এটসেট্রা এগজামিনেশন (বিজ্ঞপ্তি নং ২১/২০১৬)-এর গ্রুপ-সি পদ ও সার্ভিসের চূড়ান্ত ফল বেরিয়েছে।

নিয়োগের জন্য সুপারিশ করা এই প্রার্থীদের বিভিন্ন ক্যাটেগরির সর্বশেষ জনের পাওয়া নম্বর হল: অসংরক্ষিত ৬৮৭.১৬, বিসি (এ) ৬৭৪.০৬, বিসি (বি) ৬৬৬.৪৩, তঃজাঃ ৬১২.৪৪, তঃউঃজাঃ ৫৫৩.৭৬, শারীরিক প্রতিবন্ধী (ওএইচ) ৬০৪.০৩।

পিএসসির পক্ষ থেকে কাউকে কোনো চিঠি দিয়ে জানানো হবে না।

কাদের কোন দপ্তরে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে তার তালিকা সহ ফল প্রকাশের পুরো বিজ্ঞপ্তি (No: A-12-P.S.C.(A) Dated: The 22nd February,2019) দেখা যাবে এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2684250