ডব্লুবিসিএস, ২০১৮ মেইন পরীক্ষার তারিখ

753
0
Folafal Final Pic

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ডব্লুবিসিএস সিভিল সার্ভিস (এগজিকিউটিভ) এটসেট্রা মেইন পরীক্ষা, ২০১৮-র তারিখ ঘোষণা করা হয়েছে। ১৭ আগস্ট, ২০১৮ তারিখ সকাল ৯টা থেকে ১২টা পেপার-১, বেলা ২টো থেকে ৫টা পর্যন্ত পেপার-২, ১৮ আগস্ট, ২০১৮ সকাল ৯টা থেকে ১২টা পেপার-৩, বেলা ২টো থেকে ৫টা পর্যন্ত পেপার-৪, ১৯ আগস্ট, ২০১৮ সকাল ৯টা থেকে ১২টা পেপার-৫, বেলা ২টো থেকে ৫টা পর্যন্ত পেপার-৬, ২১ আগস্ট, ২০১৮ তারিখ সকাল ৯টা থেকে ১২টা অপশনাল পেপার ১, বেলা ২টো থেকে ৫টা পর্যন্ত অপশনাল পেপার ২ পরীক্ষা নেওয়া হবে।