ডাকবিভাগে পশ্চিমবঙ্গে খেলোয়াড় কোটায় ৫২ পোস্টাল/সর্টিং অ্যাসিঃ নিয়োগ

936
0
Postal Asstant Picture

ডাকবিভাগ পশ্চিমবঙ্গ সার্কলে পোস্টাল/সর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে ৫২ জন তরুণ-তরুণী নেবে স্পোর্টস কোটায়। বিজ্ঞপ্তি নম্বর Rectt/R-8/Direct Quota (Sports)/2013, 2014 and 2015-16, dated at Kolkata-12, the 06-08-2018. সিকিমের ১টি সহ পশ্চিম বঙ্গের ২৭টি পোস্টাল ইউনিট/ডিভিশনে এই নিয়োগ হবে। মূল বেতন ৫২০০-২০২০০ টাকা, সঙ্গে গ্রেড পে ২৪০০ টাকা ও অন্যান্য ভাতা।

কোথায় কোন খেলার জন্য নিয়োগ: ১. পিএসিও ডিভিশন কবডি (মহিলা), ক্রিকেট ওপেনিং ব্যাটসম্যান (পুরুষ), ভলিবল স্ম্যাশার কাম ব্লকার (মহিলা), ব্যাডমিন্টন (মহিলা), ২. পিএ, এসবিসিও ডিভিশন ফুটবল রাইটসাইড ব্যাক (পুরুষ), ক্রিকেট ব্যাটসম্যান (পুরুষ), ভলিবল সেন্ট্রাল ব্লকার (পুরুষ), ৩. কলকাতা জিপিও ফুটবল ২ জন— লেফট সাইড ব্যাক ও রাইট উইং হাফ (পুরুষ), ১ জন ভলিবল সেটার (মহিলা), ৪. মধ্য কলকাতা ডিভিশন ফুটবল স্টপার (পুরুষ), ভলিবল সেটার (পুরুষ), ৫. উত্তর কলকাতা ডিভিশন ভলিবল স্ম্যাশার (মহিলা), কাবাডি (মহিলা), ৬. দক্ষিণ কলকাতা ডিভিশন  ভলিবল ৩ জন— লিবেরো, স্ম্যাশার ও ইউনিভারসাল (মহিলা), ১ জন বাস্কেটবল (পুরুষ), ১ জন ব্যাডমিন্টন (মহিলা), ৭. নর্থ প্রেসিডেন্সি ডিভিশন ফুটবল স্টপার (পুরুষ), কাবাডি (মহিলা), ৮. বারাসাত ডিভিশন কাবাডি (মহিলা), ব্যাডমিন্টন (পুরুষ), বেস্ট ফিজিক কাম ওয়েটলিফটার ৭৫ কেজি (পুরুষ), ৯. নদিয়া উত্তর ডিভিশন কাবাডি (পুরুষ), ১০. নদিয়া দক্ষিণ ডিভিশন ২ জন কাবাডি (পুরুষ), ১ জন কাবাডি (মহিলা), ১১. সাউথ প্রেসিডেন্সি ডিভিশন কাবাডি (মহিলা), ১২. বীরভূম ডিভিশন কাবাডি (পুরুষ), ১৩. মুর্শিদাবাদ ডিভিশন কাবাডি (মহিলা), ১৪. আসানসোল ডিভিশন বাস্কেটবল (পুরুষ), ১৫. বর্ধমান ডিভিশন বেস্ট ফিজিক কাম ওয়েটলিফটার ৬০ কেজির কম (পুরুষ), ১৬. হাওড়া ডিভিশন বাস্কেটবল (পুরুষ), কাবাডি (মহিলা), ফুটবল স্ট্রাইকার (পুরুষ), ১৭. উত্তর হুগলি ডিভিশন ভলিবল সেন্ট্রাল ব্লকার (মহিলা), ১৮. দক্ষিণ হুগলি ডিভিশন কাবাডি (পুরুষ), ১৯. ডিপিএলআই ডিভিশন ক্রিকেট ব্যাটিং অলরাউন্ডার (পুরুষ), ২০. দার্জিলিং ডিভিশন টেবিল টেনিস (পুরুষ), ২১. জলপাইগুড়ি ডিভিশন টেবিল টেনিস (মহিলা), ২২. সিকিম ডিভিশন টেবিল টেনিস (পুরুষ), ২৩. কলকাতা আরএমএস ডিভিশন ক্রিকেট ফাস্ট বোলার (পুরুষ), ফুটবল মিড-হাফ (পুরুষ), ভলিবল স্ম্যাশার (পুরুষ), ভলিবল সেটার (মহিলা), ২৪. কলকাতা এ পি এসটিজি ডিভিশন ভলিবল সেন্ট্রাল ব্লকার (মহিলা), ২৫. আরএমএস এইচ ডিভিশন ক্রিকেট ফাস্ট বোলার (পুরুষ), ২৬. আরএমএস এসবি ডিভিশন ব্যাডমিন্টন (মহিলা), ২৭. আরএমএস ডব্লুবি ভলিবল সেন্ট্রাল ব্লকার (পুরুষ), ব্যাডমিন্টন (পুরুষ)।

ওপরে যেখানে শূন্যপদ বলা নেই সেসব জায়গায় ১টি করে শূন্যপদ।

শিক্ষাগত যোগ্যতা, বয়স: অন্তত দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে, বয়সসীমা ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে ১৮-২৭ বছর, সঙ্গে কৃতী খেলোয়াড় হিসাবে ঊর্ধ্বসীমায় ৫ বছরের ছাড়। তপশিলি প্রভৃতি প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।

ক্রীড়াগত যোগ্যতা: মূল বিজ্ঞপ্তিতে বলা হয়নি। তবে সাধারণত জাতীয়/ আন্তঃবিশ্ববিদ্যালয়/ আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা স্পোর্টস কোটায় আবেদন করতে পারেন। এই নিয়োগের জন্য প্রয়োজনীয় ক্রীড়াগত ও অন্যান্য যোগ্যতা, শর্ত ইত্যাদি জানা যাবে নিচের বিবরণমতো পোস্ট অফিস থেকে কেনা প্রস্পেক্টাসে।

আবেদন পদ্ধতি: নির্ধারিত ফর্ম সংগ্রহ করে তা পূরণ করে কেবলমাত্র ডাকবিভাগের স্পিডপোস্টে পাঠাতে হবে, আর কোনোভাবে পাঠালে গ্রাহ্য হবে না। প্রস্পেক্টাস সমন্বিত ফর্ম কিনতে পাবেন সংশ্লিষ্ট পোস্ট অফিসের কাউন্টার থেকে, নগদ ১০০ টাকায়। প্রস্পেক্টাসের মধ্যে যোগ্যতা, প্রার্থিবাছাই পদ্ধতি, প্রাসঙ্গিক নির্দেশাবলি ইত্যাদি জানানো হয়েছে। ফর্ম-প্রস্পেক্টাস পাওয়া যাবে ৪ সেপ্টেম্বর বেলা ২টো পর্যন্ত। যাবতীয় প্রয়োজনীয় প্রমাণপত্রাদির প্রত্যয়িত জেরক্স ও ফর্ম কেনার মূল রশিদ (ইউসিআর/ এমপিসিএম) সহ পূরণ করা দরখাস্ত (খামের ওপর “APPLICATION FOR RECRUITMENT TO THE POST OF POSTAL ASSISTANT/SORTING ASSISTANT UNDER ‘SPORTS QUOTA’ IN……… Division/Unit <যে ডিভিশন/ইউনিটের জন্য আবেদন করছেন তার নাম>” লিখে) পৌঁছনো চাই আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে। এই ঠিকানায়: The Chief Postmaster General, West Bengal Circle, Yogayog Bhawan, Kolkata-700012.

এই নিয়োগবিজ্ঞপ্তি দেখা যাবে ডাকবিভাগের পশ্চিমবঙ্গ সার্কল (http://www.westbengalpost.gov.in) -এর রিক্রুটমেন্ট নোটিস লিঙ্কে বা সরাসরি এই লিঙ্কে ক্লিক করে: http://www.westbengalpost.gov.in/docs/upload/8922fd4ce0bd37269c7d4d1840b0e9e0.pdf

ফর্ম-প্রস্পেক্টাস পাবেন এইসব পোস্ট অফিসে: কলকাতা জিপিও, আলিপুর হেঃপোঃ, বড়বাযার হেঃপোঃ, বারাসাত হেঃঅঃ, বসিরহাট হেঃঅঃ, বনগাঁ মুখ্য ডাকঘর, অশোকনগর, সিউড়ি হেঃঅঃ, বোলপুর, সাঁইথিয়া, রামপুরহাট হেঃঅঃ, নলহাটি, পার্কস্ট্রিট হেঃপোঃঅঃ, যোগাযোগভবন পোঃঅঃ, বেলেঘাটা হেঃপোঃঅঃ, সার্কাস অ্যাভেনিউ, কৃষ্ণনগর হেঃপোঃঅঃ, নবদ্বীপ হেঃপোঃঅঃ, দেবগ্রাম, রানাঘাট হেঃঅঃ, কল্যাণী হেঃঅঃ, বগুলা, কাশিপুর হেঃপোঃঅঃ, দমদম এমডিজি, ব্যারাকপুর হেঃঅঃ, বেলঘরিয়া হেঃঅঃ, কাঁচরাপাড়া, টালিগঞ্জ হেঃঅঃ, বালিগঞ্জ ডিএসও, শরত বসু রোড ডিএসও, বেহালা ডিএসও, জলপাইগুড়ি হেঃঅঃ, ধূপগুড়ি, ম্যাল হেঃঅঃ, বাঁকুড়া হেঃঅঃ, বিষ্ণুপুর (বাঁকুড়া), খাতড়া, বহরমপুর হেঃঅঃ, কান্দি হেঃঅঃ, রঘুনাথগঞ্জ হেঃঅঃ, জঙ্গিপুর, বারুইপুর হেঃঅঃ, ডায়মন্ডহারবার হেঃঅঃ, কাকদ্বীপ, বিষ্ণুপুর (দঃ ২৪ পঃ), ক্যানিং টাউন, দার্জিলিং হেঃঅঃ, শিলিগুড়ি হেঃঅঃ, কালিম্পং এমডিজি, কার্সিয়ং, বালুরঘাট হেঃঅঃ, রায়গঞ্জ এমডিজি, ইসলামপুর, মালদা হেঃঅঃ, কালিয়াচক, গাজোল, হাওড়া হেঃঅঃ, সালকিয়া হেঃঅঃ, বাগনান, চুঁচুড়া হেঃঅঃ,  আরামবাগ হেঃঅঃ, কামারপুকুর, শ্রীরামপুর হেঃঅঃ, চন্দননগর, জাঙ্গিপাড়া, কোচবিহার হেঃঅঃ, দিনহাটা, আলিপুরদুয়ার, গ্যাংটক হেঃঅঃ, কাঁথি হেঃঅঃ, এগরা, দিঘা, আসানসোল হেঃঅঃ, রানীগঞ্জ হেঃঅঃ, দুর্গাপুর হেঃঅঃ, মেদিনীপুর হেঃঅঃ, ঝাড়গ্রাম হেঃঅঃ, ঘাটাল, বর্ধমান হেঃঅঃ, গুসকরা, পানাগড়, তমলুক হেঃঅঃ, দুর্গাচক, পাঁশকুড়া, কোলাঘাট, পুরুলিয়া হেঃঅঃ, আদ্রা, সাঁওতালডি, পোর্টব্লেয়ার।