প্রকাশিত হল ডিএলএড (D.El.Ed) ২০১৮-২০২০ শিক্ষাবর্ষের (রেগুলার ফেস-টু-ফেস) পার্ট-টু পরীক্ষার ফল। ফলাফল নিচের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা নিচের লিঙ্কে রেজিস্ট্রেশন নম্বর ও রোল নম্বর দিয়ে ফলাফল চেক করে নিতে পারবেন।
যে সমস্ত টেট-২০১৪ (Tet 2014) সফল প্রার্থী ডিএলএড ২০১৮-২০২০-তেও উত্তীর্ণ হলেন, প্রাসঙ্গিক ডকুমেন্ট সমূহের ভেরিফিকেশনও হয়ে গেছে, তাঁরা নিজ-নিজ ট্রেনিং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের রেজিস্টার্ড ইমেল আইডি মারফত প্রধানের মাধ্যমে ফরোয়ার্ড করিয়ে আবেদন করলে জরুরি ভিত্তিতে তিন দিনের মধ্যেই মার্কশীট পাঠিয়ে দেওয়া হবে এই ইমেল আইডি থেকে: secretarywbbpe.ptti@gmail.com. সেই আবেদনের সঙ্গে দিতে হবে (১) ২০১৬-র নিয়োগ বিজ্ঞপ্তির উত্তরে আবেদনপত্রের কপি ও (২) ডিএলএড ২০১৮-২০ পার্ট-টু-র অ্যাডমিট কার্ডের কপি। কপি মানে স্ক্যান করা কপি। আবেদনের খুঁটিনাটি ইনস্টিটিউটেই জানা যাবে।
বাকি প্রার্থীদের কোন ইনস্টিটিউটকে কবে মার্কশিট দেওয়া হবে সেবিষয়েও পর্ষদ শীঘ্র জানাবে বলা হয়েছে।
ফলাফল জানা যাবে– http://wbbprimaryeducation.org/ এবং http://www.wbbpe.org ওয়েবলিঙ্কে।
পর্ষদের এই বিজ্ঞপ্তি (No.124/BPE/D.El.Ed./2020Date: 27/11/2020) দেখা যাবে এই লিঙ্কে: http://www.wbbpe.org/WBBPE_NOTICE/Notice27112020.pdf
Primary Tet, TET Exam