ডিএলএড পার্ট-১, পার্ট-২ পরীক্ষায় বসার জন্য আবেদনের তারিখ বাড়ল

570
0

২০১৮-২০-র ডিএলএড পার্ট-১ ও ২০১৭-১৯-এর পার্ট-২ পরীক্ষায় বসার জন্য অনলাইন আবেদনের শেষ তারিখ একদিন বাড়ানো হল। সম্প্রতি বুলবুল ঝড়ের তাণ্ডবের কারণে প্রার্থীদের দিক দিয়ে নানান সমস্যা যেমন হয়েছিল, অনলাইন নেট পরিষেবাও ব্যাহত হয়েছিল। তাই আবেদনের জন্য ১ দিন বাড়িয়ে শেষ তারিখ করা হল ১৩ নভেম্বর। পর্ষদের ১১ নভেম্বরের এই বিজ্ঞপ্তি (No.338/BPE/D.El.Ed./2019Date: 11/11/2019) দেখা যাবে এই লিঙ্কে: http://www.wbbpe.org/WBBPE_NOTICE/notice11112019.pdf