রাজ্যের ২০২০-২২ সেশনের ডিএলএড (রেগুলার/ফেস-টু-ফেস) প্রথমবর্ষের (পার্ট-ওয়ান) কোর্সে ভর্তির জন্য অনলাইন আবেদন প্রথম দফায় গ্রহণ করা হয়েছে গত ১০-৩১ আগস্ট। যাঁরা আবেদন করতে পারেননি বা আবেদনের বিষয়ে জানতে পারেননি তাঁদের জন্য আবেদনের শেষ তারিখ বাড়িয়ে দেওয়া হল আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। প্রসঙ্গত, আবেদনের ফি আগেই কমিয়ে ৩০০ টাকার বদলে ১০০ টাকা করা হয়েছিল (সংরক্ষিত ক্যাটেগরির জন্য ১৫০-এর বদলে কমে ৫০ টাকা)। কিন্তু যাঁরা আবেদন করতে চেয়েও অনলাইন আবেদন করতে পারেননি তাঁদের অনুরোধ বিবেচনা করে আবেদনের ফি পুরো ছাড় দেওয়া হল গত ১ সেপ্টেম্বর থেকে। পর্ষদের এই ঘোষণা (No 1452/BPE/2020, Date: 28/08/2020) দেখা যাবে এই লিঙ্কে: http://www.wbbpe.org/WBBPE_NOTICE/Notice28082020.pdf
আবেদনের জন্য খুঁটিনাটি তথ্য সহ মূল বিজ্ঞপ্তি (No 1245/BPE/2020, Date: 31/07/2020) দেখা যাবে এই লিঙ্কে: http://wbbprimaryeducation.org/file/NOTIFICATION_ADMISSION_2020-22_31072020.pdf
অনলাইন আবেদন করা যাবে এই লিঙ্কে: http://wbbprimaryeducation.org/
স্বীকৃত যেসব কলেজে এই কোর্স পড়ার জন্য ভর্তি হতে পারেন তার মাধ্যম/জেলাওয়াড়ি তালিকা পাবেন এই লিঙ্কে সার্চ করে: http://wbbprimaryeducation.org/view/CollegeSearch.aspx
অনলাইন আবেদনে সহায়ক (নির্ধারিত সার্ভিস মূল্যের বিনিময়ে) জেলা ও ব্লকওয়াড়ি কমন সার্ভিস সেন্টারগুলির ঠিকানা (ফোন নম্বর ও ইমেল আইডি সহ) পাওয়া যাবে এই লিঙ্কে: http://wbbprimaryeducation.org/file/Csc_list_2020-2022.pdf
D.El.Ed, D.El.Ed course, WB Primary