ডিএলএড সার্টিফিকেট, প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন

1033
0

২০১৬-১৮ শিক্ষাবর্ষের ডিএলএড পরীক্ষার সার্টিফিকেট সমস্ত ডিআইইটি, সরকারি, সরকার স্পন্সর্ড, সাহায্যপ্রাপ্ত ও নিজস্ব অর্থসঙ্কুলানে চালানো বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে আগামী ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস থেকে নিজ-নিজ ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের সার্টিফিকেট সংগ্রহ করতে বলা হয়েছে। পর্ষদের এই বিজ্ঞপ্তি (No. 300/BPE/D.El.Ed./2019 Date: 26/09/2019) দেখা যাবে এই লিঙ্কে: http://www.wbbpe.org/WBBPE_NOTICE/notice_26092019.pdf

প্রতিষ্ঠানগুলির ২০১৮-২০ শিক্ষাবর্ষের জন্য রেজিস্ট্রেশন সার্টিফিকেটও সংগ্রহ করতে হবে ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর তারিখে। রেজিস্ট্রেশন ফি বাবদ ডিমান্ড ড্রাফটে ৬০০ টাকাও জমা দিয়ে তার রশিদ দেখিয়ে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়া যাবে। সেই বিজ্ঞপ্তি (No. 301/BPE/D.El.Ed./2019 Date: 26/09/2019) দেখা যাবে এই লিঙ্কে:  http://www.wbbpe.org/WBBPE_NOTICE/notice_26092019_2.pdf