ডিএলএড ২০১৫-১৭ মার্কশিট, ২০১৪-১৬ সার্টিফিকেট

714
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

ডিএলএড-এর ২০১৪-১৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীরা খুব শিগগিরই সার্টিফিকেট পেয়ে যাবেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আগামী ২২-৩০ নভেম্বরের মধ্যে পর্ষদের অফিস থেকে সার্টিফিকেটগুলি সংগ্রহ করতে।

একইভাবে ডিএলএড-এর ২০১৫-১৭ শিক্ষাবর্ষের জন্য যে পার্ট-টু পরীক্ষা গত ডিসেম্বরে হয়েছে তার পরীক্ষার্থীরাও মার্কশিট পেয়ে যাবেন কয়েকদিনের মধ্যে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির কর্তৃপক্ষকে জানানো হয়েছে আগামী ২২-৩০ নভেম্বরের মধ্যে পর্ষদের অফিস থেকে সার্টিফিকেটগুলি সংগ্রহ করতে। ১৪ নভেম্বরের এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল জানতে পারবেন রোল ও নম্বর উল্লেখ করে, এই লিঙ্কে: http://www.wbbpe.org/ExamResultdel11.aspx

ওপরের দুই বিজ্ঞপ্তিই দেখা যাবে পশ্চিম বঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে (www.wbbpe.org)। হোমপেজের লিঙ্কে।

কোন কলেজে কবে মার্কশিট/সার্টিফিকেট পাওয়া যাবে জানার জন্য উপরোক্ত তারিখ অনুযায়ী নিজ-নিজ কলেজে খোঁজ রাখতে পারেন।