ডেন্টাল মেকানিক অ্যান্ড ডেন্টাল হাইজিনিস্ট কোর্স

2563
0

রাজ্য সরকারের ডঃ আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালে “ডেন্টাল মেকানিক অ্যান্ড ডেন্টাল হাইজিনিস্ট ” কোর্সে ভর্তির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। দু বছরের ডিপ্লোমা কোর্স।

শিক্ষাগত যোগ্যতা: ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি সহ উচ্চমাধ্যমিক (১০+২) উত্তীর্ণ, বা দু বছরের ইন্টারমিডিয়েট/সমতুল কোর্স পাশ করে থাকতে হবে।

বয়সসীমা: কোর্সে ভর্তি হওয়ার সময় বা তার তিন মাসের মধ্যে অন্তত ১৭ বছর বয়স হতে হবে। শারীরিক-মানসিক দিক থেকেও উপযুক্ত হতে হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই করা হবে মেধা অর্থাৎ উচ্চমাধ্যমিক/সমতুল পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে।

আবেদন: আগামী ২ জুলাই পর্যন্ত হাসপাতাল অফিস থেকে আবেদন পত্র ও ইনফরমেশন ব্রশিওর নগদ ২০০ টাকা দিয়ে সংগ্রহ করা যাবে, উচ্চমাধ্যমিক/সমতুল পাশ সার্টিফিকেট দেখিয়ে। ডঃ আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের ঠিকানা: ১১৪, আচার্য জগদীশচন্দ্র বোস রোড, শিয়ালদহ, কলকাতা-৭০০০১৪।