দক্ষিণ দিনাজপুরের স্কুলে চাকরি

460
0

৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে দুজন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে।

১) কম্বিনেশনে বাংলা সহ বিএ পাশ, তপশিলি জাতি।

২) কম্বিনেশনে ইংরেজি সহ বিএ পাশ ওবিসি বি।

সবক্ষেত্রেই ট্রেনিং থাকলে অগ্রাধিকার।

যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট প্রত্যয়িত জেরক্স সহ ২১ জুলাই ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

ঠিকানা: The President, Sudarshannagar PHHV High School (HS), Vill Patharghata, PO Sudarshannagar, Dist Dakshin Dinajpur.

……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে ইংরেজিতে গ্র্যাজুয়েট অসংরক্ষিত, ট্রেনিংপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট টিচার চাই।

যাবতীয় প্রমাণপত্রাদি সহ ২১ জুলাই ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

ঠিকানা: The President, Ramchandrapur High School (HS), PO Ramchandrapur, Dist D/ Dinajpur, Pin-733127.