দক্ষিণ দিনাজপুর গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিগুলিতে ৫০

2157
0
South Dinajpur Jobs, South Dinajpur Recruitment, Govt Job in West Bengal,

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ দিনাজপুর জেলায় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিগুলিতে একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর: 222/DPRD, 27 february, 2018

শূন্যপদ:

গ্রামপঞ্চায়েত— নিৰ্মাণ সহায়ক ৪ (অসংরক্ষিত ইসি ১, এসসি ১, ওবিসি- ইসি ১, অসংরক্ষিত মেরিটোরিয়াস পার্সন ১) , এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ৭ (অসংরক্ষিত ১, অসংরক্ষিত প্রতিবন্ধী ১, অসংরক্ষিত ইসি ১, অসংরক্ষিত এক্স-সার্ভিসমান ১,  এসসি ২, ওবিসি-এ ইসি ১) , সেক্রেটারি ৩ (অসংরক্ষিত ইসি ১, অসংরক্ষিত এক্স-সার্ভিসমান ১, এসসি ১), গ্রাম পঞ্চায়েত কর্মী ৩৫ (অসংরক্ষিত ১১, অসংরক্ষিত ইসি ৪, অসংরক্ষিত মেরিটোরিয়াস পার্সন ১, অসংরক্ষিত এক্স-সার্ভিসমান ৪, অসংরক্ষিত প্রতিবন্ধী ১, এসসি ৫, এসসি এক্স-সার্ভিসমান ১, এসটি ২, ওবিসি-এ ২, ওবিসি-বি ২)

পঞ্চায়েত সমিতি— সমিতি এডুকেশন অফিসার ১ (ওবিসি-বি)

শিক্ষাগত যোগ্যতা:

নিৰ্মাণ সহায়ক— রাজ্য বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।

এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট— স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি, রাজ্য বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বা অল ইন্ডিয়া বা স্টেট কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশন থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা। একইসঙ্গে সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এবং কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি— ওয়েস্ট বেঙ্গল হয়ার সেকেন্ডারি কাউন্সিল বা সমতুল থেকে উচ্চমাধ্যমিক পাশ।

গ্রাম পঞ্চায়েত কর্মী— স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ।

সমিতি এডুকেশন অফিসার— ১) স্নাতক ও এমএড অথবা, ২) স্নাতক ও প্রাইমারি/ সেকেন্ডারি স্কুলে ৩ বছর পড়ানোর অভিজ্ঞতা অথবা, ৩) স্নাতক ও সরকারি স্পন্সর্ড অল্টারনেটিভ সিস্টেম অব এডুকেশনে ৩ বছরের কাজের অভিজ্ঞতা অথবা, ৪) স্নাতক ও ম্যানেজমেন্ট অব এডুকেশন-এ তিন বছরের অভিজ্ঞতা।

বেতনক্রম:

নির্মাণ সহায়ক: পে-ব্যান্ড-৪ অনুযায়ী  ৯,০০০-৪০,৫০০ + গ্রেড পে ৪,৪০০ টাকা।

এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট: পে-ব্যান্ড ৩ অনুযায়ী ৭,১০০-৩৭,৬০০ + গ্রেড পে ৩,৬০০ টাকা।

গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি: পে-ব্যান্ড ২ অনুযায়ী ৫,৪০০-২৫,২০০ + গ্রেড পে ২,৬০০ টাকা।

গ্রাম পঞ্চায়েত কর্মী: পে ব্যান্ড ২ অনুযায়ী ৪,৯০০-১৬,২০০+ গ্রেড পে ১,৭০০ টাকা।

সমিতি এডুকেশন কর্মী: পে ব্যান্ড ৩ অনুযায়ী ৭,১০০-৩৭,৬০০ + গ্রেড পে ৩,৬০০ টাকা।

 

আবেদন পদ্ধতি: ১৫ মার্চ, ২০১৮ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। পরবর্তীকালে অ্যাডমিট কার্ড অনলাইনে আপডেট করে দেওয়া হবে।

 

আবেদন করার লিঙ্ক: http://www.ddinajpur.nic.in/Notice/2018/270218-ENOT-1.pdf