দক্ষিণ-পূর্ব রেলে কর্মরতদের জন্য ৬১৭ পদ

1705
0
RRB Technician Recruitment 2024

দক্ষিণ পূর্ব রেলে নিয়মিত পদে কর্মরত প্রার্থীদের মধ্যে থেকে ৬১৭ জন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে৷ শুধু ওই ডিভিশনে কর্মরতরা নিচের মতো যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করা যাবে আগামী ২৩ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত৷ নোটিফিকেশন নম্বর: SER/P-HQ/RRC/GDCE/2020.

শূন্যপদ: অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট: ৩২৪, টিকিট ক্লার্ক: ৬৩, জুনিয়র ক্লার্ক-কাম-টাইপিস্ট: ৬৮, সিনিয়র টিকিট ক্লার্ক: ৮৪, সিনিয়র ক্লার্ক-কাম-টাইপিস্ট: ৭০, জুনিয়র ইঞ্জিনিয়ার পিওয়ে: ৩, জুনিয়র ইঞ্জিনিয়ার ওয়ার্কস: ২, জুনিয়র ইঞ্জিনিয়ার সিগন্যাল: ১, জুনিয়র ইঞ্জিনিয়ার টেলি: ২৷

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়সের ঊধ্র্বসীমা ১৮-৪২ বছর, জন্মতারিখ ২ জানুয়ারি ১৯৭৮-১ জানুয়ারি ২০২০৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

যোগ্যতা: অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট: ম্যাট্রিকুলেশন বা সমতুল সঙ্গে আইটিআই৷

টিকিট ক্লার্ক: দ্বাদশ শ্রেণি বা সমতুল পাশ৷

জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট: দ্বাদশ শ্রেণি বা সমতুল পাশ সঙ্গে ইংরেজি/ হিন্দিতে কম্পিউটারে টাইপিং৷

সিনিয়র টিকিট ক্লার্ক: ডিগ্রি বা সমতুল৷

সিনিয়র ক্লার্ক-কাম-টাইপিস্ট: ডিগ্রি সঙ্গে সঙ্গে ইংরেজি/ হিন্দিতে কম্পিউটারে টাইপিং৷

জুনিয়র ইঞ্জিনিয়ার: সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা৷

আবেদনের পদ্ধতি: www.rrcser.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ২৩ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত৷

দক্ষিণ-পূর্ব রেলে ৬১৭ পদে আবেদনের সময়সীমা আবারও বাড়ল

দক্ষিণ-পূর্ব রেলে ইঞ্জিনিয়ার, ক্লার্ক পদে আবেদনের সময়সীমা বাড়ল