দক্ষিণ-পূর্ব রেলে ৬১৭ পদে আবেদনের সময়সীমা আবারও বাড়ল

1111
0
Railway Apprentice 2024

দক্ষিণ-পূর্ব রেলে নিয়মিত পদে কর্মরত প্রার্থীদের মধ্যে থেকে ৬১৭ জন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের ক্ষেত্রে আবেদনের সময়সীমা পুনরায় বাড়ানো হল৷ এর আগেও সময়সীমা ২৩ এপ্রিল থেকে বাড়িয়ে ২৩ জুন করা হয়েছিল এবার ভারতীয় রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আবেদন করা যাবে আগামী ১৫ জুলাই পর্যন্ত৷ গত ২৫ মার্চ সম্পূর্ণ খবরটি আমাদের পোর্টালে দেওয়া হয়েছিল (https://jibikadishari.co.in/?p=15216)৷

http://www.rrcser.co.in/pdf/CamScanner%2006-24-2020%2011.29.29_1.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন৷