দক্ষিণ ২৪ পরগনায় ৬ ডেটা ম্যানেজার

888
0
West Bengal Govt Job

দক্ষিণ ২৪ পরগনা জেলায় কন্যাশ্রী প্রকল্পে ৬ জন ডেটা ম্যানেজার নিয়োগ করা হবে, ফলতা ব্লকের জন্য। তিন বছরের চুক্তিতে নিয়োগ হবে। প্রার্থীদের ফলতা ব্লকের বাসিন্দা হতে হবে। বিজ্ঞপ্তি নম্বর – SWD(S24P)/653, Date: 30.07.18

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক যোগ্যতা থাকতে হবে, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। টাইপিং স্পিড দরকার ৩০টি শব্দ প্রতি মিনিট। এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৮ অনুযায়ী ১৮ থেকে ৩৭ বছর হতে হবে। সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

প্রার্থী বাছাইয়ের জন্য ৮০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, সফল হলে ২০ নম্বরের মৌখিক পরীক্ষা ।

আবেদন পদ্ধতি: আগামী ৫ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করতে হবে। এই নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি দেখা যাবে নিচের ওয়েবসাইটে।

অনলাইনে আবেদন করার ওয়েবসাইট: http://s24pgs.gov.in/s24p/