দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার ও আলিপুরদুয়ারের পাঁচ স্কুলে চাকরি

554
1

দক্ষিণ ২৪ পরগনার স্কুলে চাকরি
  1. ৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে দুজন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। ১) কম্বিনেশনে বাংলা সহ বিএ, বিএড ওবিসি এ। ২) কম্বিনেশনে জিওগ্রাফি সহ বিএ/ বিএসসি, বিএড অসংরক্ষিত। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ২৩ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Narayanpur High School (Old Site) HS, Vill Narayanpur, PO  Narayanpur, PS Bhangore, Dist South 24 Parganas.
  2. ৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে বাংলা সহ বিএ পাস বিএড/ পিজিবিটি/ বিটি তপশিলি জাতি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট প্রত্যয়িত জেরক্স সহ ২৩ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Sundarban Santosh Ghorai Balika Vidyamandir, Vill+PO Kankandighi, PS Raidighi, Dist South 24 Parganas, Pin-743383.
আলিপুরদুয়ারের স্কুলে চাকরি

৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে সংস্কৃতে এমএ বিএড অসংরক্ষিত অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদি সহ ২৩ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Falakata High School, Falakata Road, Babupara, Falakata, Alipurduar.

কোচবিহারের স্কুলে চাকরি
  1. ৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে দুজন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। ১) জিও-তে বিএ পাস তপশিলি জাতি। ২) বায়োতে বিএসসি পাস ওবিসি এ। ট্রেনিং থাকলে অগ্রাধিকার। বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট প্রত্যয়িত জেরক্স সহ ২৩ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Jorai High School, Jorai, Coochbehar, 736207.
  2. ৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে ইংরেজি সহ বিএ পাস অসংরক্ষিত অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। ট্রেনিং থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ২৩ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Ratanpur Jr High School, Vill+PO Madhyam Madhusudan, Dist Coochbehar, Pin-736172.