দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরের ৫ স্কুলে চাকরি

932
0
Teacher Recruitment

দক্ষিণ ২৪ পরগনার স্কুলে চাকরি
  • ৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে দুজন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। ১) কম্বিনেশনে ইংরেজি সহ বিএ পাস, বিএড তপশিলি উপজাতি। ২) নিউট্রিশনে অনার্স/ পোস্ট গ্র্যাজুয়েট, বিএড অসংরক্ষিত। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১৩ সেপ্টেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Moushini Co-Operative High School (HS), PO Bagdanga, Namkhana, 24 Pgs (S), Pin-743357. মোবাইল নম্বর: ৯৮৭৪৮৩২৮৭৪।
  • ডেপুটেশন ভ্যাকান্সিতে এডুকেশনে বিএ (অনার্স) বিএড অসংরক্ষিত মহিলা অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১৩ সেপ্টেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: Mathurapur Sri RKV Nari Siksha Mondir (HS), PO+PS Mathurapur, Dist 24 Pgs (S), Pin-743354. মোবাইল নম্বর: ৯৭৩৫৫০০৪৮১।
হাওড়ার স্কুলে চাকরি
  • ডেপুটেশন ভ্যাকান্সিতে গণিতে অনার্স স্নাতক তপশিলি জাতি (ইসি) বিএড শিক্ষিকা চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: সম্পাদক, রবীন্দ্র বালিকা বিদ্যালয় (হাই স্কুল), গ্রাম গৌরিপুর, পোস্ট পোলগুস্তিয়া, থানা জগৎবল্লভপুর, জেলা হাওড়া, পিন-৭১১৪১৪।
  • ৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে ইংরেজি সহ বিএ পাস বিএড অসংরক্ষিত দুটি পদে সহশিক্ষিকা চাই। যাবতীয় প্রমাণপত্রাদির প্রত্যয়িত জেরক্স সহ ১৩ সেপ্টেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: সভাপতি, বাইনান উচ্চ বালিকা বিদ্যালয়, বাইনান, বাগনান, হাওড়া, পিন-৭১১৩০৩।
পূর্ব মেদিনীপুরের স্কুলে চাকরি

৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে বিএসসি (পিওর সায়েন্স) অসংরক্ষিত (শারীরিক প্রতিবন্ধী) অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। ট্রেনিং থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট স্ব-প্রত্যয়িত জেরক্স সহ ১৩ সেপ্টেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Chhatri Vivekananda Vidyabhawan (HS), Vill+PO Chhatri, Dist Purba Medinipur, Pin-721429.