দমদম সংশোধনাগারে ৬ ডেটা এন্ট্রি অপারেটর

766
0
data entry operator recruitment

দমদম সংশোধনাগারের জন্য চুক্তির ভিত্তিতে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর – 268/ME/-2/15, Date:17/01/2018

শূন্যপদ: মোট ৬টি পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক এবং তার সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট লাগবে। প্রতি ঘন্টায় ৬০০০ কি-ডিপ্রেশন থাকা দরকার। এছাড়াও মাইক্রোসফট অফিস, এক্সেল, ইন্টারনেট, পাওয়ার পয়েন্ট-এ দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা: ১ মার্চ, ২০১৯ অনুযায়ী ২১ থেকে ৩০ বছর।

বেতন: বেতন হবে মাসে মোট ১১ হাজার টাকা।

আবেদনপদ্ধতি: আবেদন করতে হবে নির্ধারিত ফরমে। পূরণ করাআবেদনপত্রের সঙ্গে জন্ম-তারিখ প্রমাণপত্র, আধার কার্ড/প্যানকার্ড/এপিক কার্ড, সমস্ত শিক্ষাগত যোগ্যতার নথির কপি, কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেটের কপি, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট— এই সমস্ত কিছুর নিজের অ্যাটেস্টেড ফটো কপি, দুটি রঙিন সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। আবেদন করার শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি।

আবেদন পাঠানোর ঠিকানা:  “Regional Institute of Correctional Administration (RICA), 1/1 Reservoir Road, Dum Dum, Kolkata-700028”

আবেদন পত্রের বয়ান সহ মূল বিজ্ঞপ্তি পাবেন এই লিঙ্ক থেকে: http://wbcorrectionalservices.gov.in/