দাদা সাহেব ফালকে পেলেন গুগল সম্মানও

838
0
dadasaheb-phalke Picture

পুরো নাম ধুন্ডীরাজ গোবিন্দ ফালকে। দাদাসাহব ফালকে নামেই বিশেষ পরিচিত। মহারাষ্ট্রের এক শিক্ষিত ব্রাহ্মণ মরাঠি পরিবারে তাঁর জন্ম। ১৮৭০ সালের ৩০ এপ্রিল। প্রযোজক, পরিচালক, স্ক্রিপ্টরাইটার দাদাসাহেব ভারতীয় চলচ্চিত্রের জনক হিসেবে পরিচিত। তাঁর হাতেই তৈরি হয়েছিল রাজা হরিশ্চন্দ্র নামে নির্বাক এক পূর্ণ দৈর্ঘ্যের ছবি, ১৯১৩ সালে। যদিও ১৯১২ সালের আরেক ফালকের হাতে একটি চিত্র তৈরি হয়েছিল কিন্তু তা নানা কারণে স্বীকৃতি বা মান্যতা পায়নি প্রথম চলচ্চিত্র হিসেবে। অনেকগুলি চলচ্চিত্র ও ২৭টি স্বল্পদৈর্ঘ্যের ছবি করেছিলেন দাদাসাহেব। সেগুলির মধ্যে রাজা হরিশ্চন্দ্র, মোহিনী ভস্মাসুর, সত্যবান সাবিত্রী, লঙ্কাদহন, শ্রীকৃষ্ণ জন্ম, কালীয় মর্দন, সেতুবন্ধন, গঙ্গাবতরণ প্রভৃতি উল্লেখযোগ্য।

ফটোগ্রাফার হিসেবে জীবন শুরু। কার্ল হেজ নামক এক জার্মান জাদুকরের সঙ্গে পরিচয় হয় এবং দুজনে কিছুদিন একসঙ্গে নানা ধরনের কাজ করেন। তারপর আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ায় ড্রাফটসম্যানের কাজ শুরু করেন। পাশাপাশি ছাপার কাজ। পরে ছাপাখানার যাবতীয় কাজ শিখতে ও আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে জার্মানি যান। কিন্তু ছাপাখানার ব্যবসায় মনোমালিন্যের ফলে চলচ্চিত্র জগতে আসেন। ১৯১৩ সালে তাঁর হাতে তৈরি হয় প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র। একটি ফিল্ম কোম্পানি গঠন করেন যৌথ উদ্যোগে, কিন্তু সেখানেও মনোমালিন্য এবং সংস্থা ত্যাগ। ১৯৩৬-৩৮ সালের মধ্যে গঙ্গাবতরণ শেষ ছবি করেন। সম্ভবত সেটি ১৯৩৭ সাল। আজও ভারতীয় চলচ্চিত্রের জনক দাদা সাহেব ফালকে সমানভাবে সম্মানীয়। উল্লেখ্য, ৩০ এপ্রিল তাঁর জন্মদিনে এ বছর ২০১৮ সালে গুগল অনার্স সম্মান জানায় তাঁর ১৪৮তম জন্মদিবসে।