দিল্লিতে ৩২৭ ডাক্তার নিয়োগের জন্য ইউপিএসসির পরীক্ষার চূড়ান্ত ফল

721
0
Folafal Final New

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে দিল্লি রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ডাক্তার (জেনারেল ডিউটি মেডিকেল অফিসার) নিয়োগ পরীক্ষার (ADVERTISEMENT NO. 01/2019, ITEM NO. 15, VACANCY NO. 19010115112, DATED 12.01.2019) চূড়ান্ত ফল বেরিয়েছে। নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন মোট ৩২৭ জন। কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা হয়েছিল গত ২০ অক্টোবর, সফল প্রার্থীদের ইন্টারভিউ হয় গত ১৩-৩১ জানুয়ারি। যাঁদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল তাঁদের প্রাপ্ত নম্বর ও বিভিন্ন ক্যাটেগরির কাট-অফ মার্কস প্রকাশিত হবে পুরো নিয়োগপ্রক্রিয়া শেষ হলে পর বা ৩০ দিনের মধ্যে— এ-দুয়ের মধ্যে যেটি পরে হবে। ইউপিএসসির ২৬ ফেব্রুয়ারির এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে:

https://www.upsc.gov.in/sites/default/files/CBRT-FR-327-MO-GDMO-GNCTD-Engl.pdf