দিল্লিতে ৬৩৬ প্রাইমারি ও ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার

808
0
Qatar Teacher picture

সমগ্র শিক্ষা অভিযান (এসএসএ)-এর অধীন সর্বোদয় স্কুলস অব ডিরেক্টরেট অব এডুকেশন দিল্লিতে দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে চুক্তির ভিত্তিতে ৬৩৬ জন প্রাইমারি ও টিজিটি নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারেন, তবে ওবিসি কোটার পদগুলি শুধু দিলির ওবিসিদের জন্য।

১) No. F.DE-29/UEEM/Rec./2018-19/9188-90. মোট ১১৫ জন (ইস্ট ২১, নর্থ ইস্ট ২৬, নর্থ ৮, নর্থ ওয়েস্ট এ ২, নর্থ ওয়েস্ট বি ১৪, ওয়েস্ট এ ৩, ওয়েস্ট বি ১২, সাউথ ওয়েস্ট এ ২, সাউথ ওয়েস্ট বি ৩, সাউথ ১৭, সেন্ট্রাল ৭) প্রাইমারি টিচার নিয়োগ করা হবে।

পারিশ্রমিক: প্রতি মাসে ৩৫৪২০ টাকা।

যোগ্যতা: ১) কোনো স্বীকৃত বোর্ড থেকে সিনিয়র সেকেন্ডারি (১০+২) বা ইন্টারমিডিয়েট পাশ। ২) কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে এলিমেন্টারি টিচার্স এডুকেশন কোর্স/ জুনিয়র বেসিক ট্রেনিংয়ে দু বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স বা ব্যাচেলর অব এলিমেন্টারি এডুকেশন বা সমতুল। ৩) সেকেন্ডারি স্তরে হিন্দি একটি বিষয় হিসেবে থাকতে হবে। প্রার্থী ওপরে বলা যে-কোনো একটি জায়গার জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা: বলা হয়নি, তবে নিয়মানুযায়ী বয়সসীমায় ছাড়ের কথা বলা হয়েছে। বয়স ধরতে হবে ১৩ জানুয়ারি ২০১৯-এর হিসাবে। এবিষয়ে নিচের ওয়েবসাইটে খেয়াল রাখতে পারেন।

আবেদনের পদ্ধতি: www.edudel.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৩ জানুয়ারি ২০১৯ বিকাল ৫টা পর্যন্ত।

 

২) No.F.DE-29/UEEM/Rec./2018-19/9191-93. ইংলিশ, ম্যাথমেটিক্স, হিন্দি, সংস্কৃত, ন্যাচারাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, পাঞ্জাবি ও উর্দু বিষয়ে ৫২১ জন ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (টিজিটি) নিয়োগ করা হবে।

ডিস্ট্রিক্ট বিষয় অনুযায়ী শূন্যপদ: ক্রমিক সংখ্যা ১: ইস্ট: ৩২ (ইংলিশ ১১, ম্যাথমেটিক্স ২, হিন্দি ৩, সংস্কৃত ৪, ন্যাচারাল সায়েন্স ৯, সোশ্যাল সায়েন্স ৩)। ক্রমিক সংখ্যা ২: নর্থ ইস্ট: ৮৭ (ইংলিশ ১৮, ম্যাথমেটিক্স ৭, হিন্দি ১৮, সংস্কৃত ১১, ন্যাচারাল সায়েন্স ৯, সোশ্যাল সায়েন্স ১৪, উর্দু ২)। ক্রমিক সংখ্যা ৩: নর্থ: ১২ (ম্যাথমেটিক্স ২, হিন্দি ৬, সংস্কৃত ১, ন্যাচারাল সায়েন্স ২, সোশ্যাল সায়েন্স ১)। ক্রমিক সংখ্যা ৪: নর্থ ওয়েস্ট এ: ৫৮ (ইংলিশ ১২, ম্যাথমেটিক্স ১৫, হিন্দি ৬, সংস্কৃত ১, ন্যাচারাল সায়েন্স ১১, সোশ্যাল সায়েন্স ৪, উর্দু ২)। ক্রমিক সংখ্যা ৫: নর্থ ওয়েস্ট বি: ৮৫ (ইংলিশ ১৭, ম্যাথমেটিক্স ১১, হিন্দি ১৯, সংস্কৃত ১৫, ন্যাচারাল সায়েন্স ১০, সোশ্যাল সায়েন্স ১৩)। ক্রমিক সংখ্যা ৬: ওয়েস্ট এ: ৮ (ইংলিশ ১, হিন্দি ৪, সংস্কৃত ১, ন্যাচারাল সায়েন্স ২)। ক্রমিক সংখ্যা ৭: ওয়েস্ট বি: ৮১ (ইংলিশ ৯, ম্যাথমেটিক্স ১৮, হিন্দি ১৫, সংস্কৃত ১৫, ন্যাচারাল সায়েন্স ১৫, সোশ্যাল সায়েন্স ৯)। ক্রমিক সংখ্যা ৮: সাউথ ওয়েস্ট এ: ৭ (ইংলিশ ২, ম্যাথমেটিক্স ৩, হিন্দি ১, ন্যাচারাল সায়েন্স ১)। ক্রমিক সংখ্যা ৯: সাউথ ওয়েস্ট বি: ৭৩ (ইংলিশ ১৫, ম্যাথমেটিক্স ১৫, হিন্দি ১০, সংস্কৃত ১৫, ন্যাচারাল সায়েন্স ৪, সোশ্যাল সায়েন্স ১৪)। ক্রমিক সংখ্যা ১০: সাউথ: ৭৫ (ইংলিশ ৯, ম্যাথমেটিক্স ৯, হিন্দি ১৬, সংস্কৃত ১৯, ন্যাচারাল সায়েন্স ১১, সোশ্যাল সায়েন্স ১১)। ক্রমিক সংখ্যা ১১: নতুন দিল্লি: শূন্যপদের হিসেব এখনও জানা যায়নি। ক্রমিক সংখ্যা ১২: সেন্ট্রাল: ৩ (ইংলিশ ১, উর্দু ২)।

পারিশ্রমিক: প্রতি মাসে ৩৮১০০ টাকা।

বয়সসীমা: ১৩ জানুয়ারি ২০১৯ তারিখের হিসেবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর ও মহিলা প্রার্থীদের ৪০ বছর। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও দিল্লির ওবিসি প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর নিয়ে ব্যাচেলর ডিগ্রি (অনার্স/ পাস) বা সমতুল সঙ্গে ইংলিশ/ ম্যাথমেটিক্স/ ন্যাচারাল বা ফিজিক্যাল সায়েন্স/ সোশ্যাল সায়েন্সের মধ্যে যে-কোনো একটি ঐচ্ছিক বিষয় হিসেবে থাকতে হবে। বিএড সহ সংশ্লিষ্ট বিষয়ের গ্র্যাজুয়েটরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন।

আবেদনের পদ্ধতি: www.edudel.nic.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৩ জানুয়ারি ২০১৯ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।