দিল্লি অরণ্য ও বন্যপ্রাণী বিভাগে ফরেস্ট রেঞ্জার, গার্ড, ওয়াইল্ডলাইফ গার্ড ২২৬

1459
0
Central Govt Job, Government Job, Group C Job, Central Government Recruitment

দিল্লি সরকারের অরণ্য ও বন্যপ্রাণী বিভাগে ফরেস্ট রেঞ্জার, ফরেস্ট গার্ড, ওয়াইল্ডলাইফ গার্ড পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয় পুরুষ=মহিলারা আবেদন করতে পারবেন, তবে ওবিসির সংরক্ষিত পদগুলির জন্য কেবল দিল্লির ওবিসিরা আবেদন করতে পারবেন বলা হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর— 1(39)/DCF(HQ)/Estt./Rect-EdCIL/2019-pt.file/10946

শূন্যপদ—

১) ফরেস্ট রেঞ্জার ৪ (অসংরক্ষিত ৩, ওবিসি ১)।

২) ফরেস্ট গার্ড ২১১ (অসংরক্ষিত ৮৮, এসসি ৩০, এসটি ১৫, ওবিসি ৫৭, ইডব্লিউএস ২১)।

৩) ওয়াইল্ড লাইফ গার্ড ১১ (অসংরক্ষিত ১১, এসসি ৪, এসটি ২, ওবিসি ৩, ইডব্লিউএস ১)।

শিক্ষাগত যোগ্যতা —

১) ফরেস্ট রেঞ্জার: এগ্রিকালচার/বটানি/কেমিস্ট্রি/কম্পিউটার অ্যাপ্লিকেশন / এনভায়রনমেন্টাল সায়েন্স / ফরেস্ট্রি / জিওলজি / হর্টিকালচার / ম্যাথমেটিক্স / ফিজিক্স  / স্ট্যাটিস্টিক্স / ভেটেরিনারি সায়েন্স / জুলজি নিয়ে স্নাতক ডিগ্রি বা এগ্রিকালচার / কেমিক্যাল / সিভিল / কম্পিউটার / ইলেক্ট্রিকাল/ ইলেক্ট্রনিক্স/মেকানিক্যাল শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

শারীরিক মাপজোক: পুরুষ প্রাথীদের জন্য ন্যূনতম উচ্চতা ১৬৩ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৮৪, ফুলিয়ে ৮৯ সেমি, মহিলা প্রার্থীর জন্য উচ্চতা ১৫০ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৯, ফুলিয়ে ৮৪ সেমি। অহমিয়া, ভুটানি, গাড়োয়ালি গোর্খা, কুমায়নি, লাদাখি, মিজো, নাগা, সিকিমিদের জন্য উচ্চতা পুরুষ ১৫২ সেমি, মহিলা ১৪৫ সেমি।

২) ফরেস্ট গার্ড:  স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক/সমতুল উত্তীর্ণ। হিন্দি জানা থাকতে হবে।

শারীরিক মাপজোক:  ফরেস্ট রেঞ্জার পদের মতো একই শারীরিক মাপজোক লাগবে।

৩) ওয়াইল্ড লাইফ গার্ড: এই পদের জন্য স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা —

১) ফরেস্ট রেঞ্জার: ১৩ ফেব্রুয়ারি, ২০২০ অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা ৩০।

২) ফরেস্ট গার্ড:  ১৩ ফেব্রুয়ারি, ২০২০ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছর।

৩) ওয়াইল্ড লাইফ গার্ড:  ১৩ ফেব্রুয়ারি, ২০২০ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছর।

সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে, ওবিসিদের জন্য সংরক্ষিত পদগুলির জন্য আবেদন করতে পারবেন কেবল দিল্লির ওবিসিরা।

বেতনক্রম —

১) ফরেস্ট রেঞ্জার: লেভেল ৬ অনুযায়ী মূল বেতন ৩৫৪০০-১১২৪০০ টাকা।

২) ফরেস্ট গার্ড: পে ব্যান্ড ১ অনুযায়ী মূল বেতন ৫২০০-২০২০০ + গ্রেড পে ২০০০ টাকা।

৩) ওয়াইল্ড লাইফ গার্ড: মূল বেতন ১৮০০০-৫৬৯০০ টাকা।

আবেদন ফি — ১০০ টাকা আবেদন ফি নেওয়া হবে সঙ্গে ব্যাংকিং চার্জ, ট্রান্সাকশন চার্জ যুক্ত হবে। এসসি/এসটি ও মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফি লাগবে না।

আবেদন — আগামী ১৩ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার সময় স্ক্যান করা ১০০ কেবির মধ্যে নিজের ছবি ও ৫০ কেবির মধ্যে স্বাক্ষর আপলোড করতে হবে।

 

আবেদনের জন্য ওয়েবসাইট — http://forest.delhigovt.nic.in

বিজ্ঞপ্তির লিঙ্ক —  http://forest.delhigovt.nic.in/wps/wcm/connect/60f5cc804cbaccbc9201f258f7255897/adv.pdf?MOD=AJPERES&lmod=-804466134

 

 

 

Forest Guard Job, Central Government Employment