দিল্লি আদালতে ৭৭০ অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর: আবেদনের তারিখ বাড়ল

808
0

দিল্লির তিস হাজারি কোর্টে ৭৭০ জন (শূন্যপদ ৭৭১ ছিল, কমে ৭৭০ হয়েছে) পার্সোন্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের যে খবর আমরা গত ১৭ সেপ্টেম্বর প্রকাশ করেছিলাম (https://jibikadishari.co.in/?p=12888, মূল বিজ্ঞপ্তির লিঙ্ক: https://delhicourts.nic.in/recruitment/ > https://delhicourts.nic.in/Forms/2019/sept/16.pdf,

সংশোধনীর লিঙ্ক: https://delhicourts.nic.in/Forms/2019/sept/16a.pdf

তারিখ বাড়ানোর বিজ্ঞপ্তির লিঙ্ক: https://delhicourts.nic.in/Forms/2019/oct/05.pdf

www.jibikadishari.co.in) তার আবেদনের শেষ তারিখ বাড়ানো হল। সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদন করা যাবে আগামী ২১ অক্টোবর বিকলে ৪টে পর্যন্ত। অন্যান্য বিষয়গুলি অপরিবর্তিত রয়েছে।

অনলাইন আবেদন করা যাবে এই লিঙ্কে:  https://delhicourts.nic.in/recruitment/