দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনে ৪৬৪ মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ

1728
0

পূর্ব দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনে ৪৬৪ জন মাল্টিটাস্কিং স্টাফ (এমটিএস) নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে৷ ফাইল নম্বর: BECIL/HR/EDMC/Advt.2020. প্রার্থী বাছাই করবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড৷

যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউশন বা বোর্ড থেকে দশম শ্রেণি পাশ৷ স্থানীয় বাসিন্দারা (দিল্লির) অগ্রাধিকার পাবেন৷

পারিশ্রমিক: প্রতিমাসে ১৪৮৪২ টাকা৷

রেজিস্ট্রেশেন ফি: ৫০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ২৫০ টাকা৷৷ ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট কাটতে হবে BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED–এর অনুকূলে, প্রদেয় হবে নয়াদিল্লিতে৷

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে৷ https://www.becil.com/uploads/page/registrationform17dec19pdf-4848c7e82546a38b0483cfca383ba8de.pdf লিঙ্কে গিয়ে আবেদন পত্রের বয়ান ডাউনলোড করতে পারবেন৷ পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স সঙ্গে দিতে হবে। পাঠাবেন Deputy General Manager (HR), BECIL, 14-B, Ring Road, I.P. Estate, New Delhi, PIN-110002 ঠিকানায়৷ ডিমান্ড ড্রাফট ও অন্যান্য নথি সহ পূরণ করা আবেদনপত্র, পৌঁছতে হবে আগামী ১৫ জুনের মধ্যে৷ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য www.becil.com ওয়েবসাইট থেকে জানা যাবে৷

https://www.becil.com/uploads/vacancy/95dcf830aa718280a9a81b86c75e2384.pdf লিঙ্কে নোটিসটি দেখতে পাওয়া যাবে৷