দুই ২৪ পরগনার স্কুল ও কলেজে চাকরি

577
0
Teacher Recruitment

উত্তর ২৪ পরগনার স্কুলে চাকরি

মেটারনিটি লিভ ভ্যাকান্সিতে গণিতে অনার্স বিএড তপশিলি জাতি অস্থায়ী শিক্ষক/ শিক্ষিকা নিয়োগ করা হবে। যাবতীয় প্রমাণপত্রাদির প্রত্যয়িত জেরক্স সহ ৬ জুলাই ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: সভাপতি/ সম্পাদক, বেড়ী গোপালপুর আদর্শ বিদ্যালয় (উঃমাঃ) বেড়ী, রামনগর, থানা- গাইঘাটা, উত্তর ২৪ পরগনা, পিন ৭৪৩২৭৩, ফোন নম্বর: ৯৮৩১৩৩০০৭২, ৯৭৩২৫৪৯৬৩০।

 

দক্ষিণ ২৪ পরগনার কলেজে চাকরি

মথুরাপুর মাস টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে বাংলা, ইংরেজি, ভূগোল ও বিজ্ঞান বিষয়ে লেকচারার ও প্রিন্সিপাল নিয়োগ করা হবে। যোগ্যতা এনসিটিই-র নিয়ম অনুযায়ী। বায়োডেটা সহ ২ জুলাই ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে ‘Mass Education, Kamalgazi, Narendrapur, Kolkata-700103’ ঠিকানায়। মেল আইডি- mathurapur.mass@gmail.com