দূরদর্শনে নিউজ এডিটর, ক্যামেরাম্যান, ভিডিও এডিটর ইত্যাদি ৩৭ পদে নিয়োগ

1595
0
Prasar Bharati Recruitment 2023

লক্ষ্ণৌয়ের দূরদর্শন কেন্দ্রে চুক্তির ভিত্তিতে অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর, প্রোডিউসার, কপি এডিটর, ক্যামেরাম্যান/ ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার বাইলিঙ্গুয়াল (হিন্দি/ ইংরেজি), সিজি অপারেটর, অ্যাসিস্ট্যান্ট ওয়েবসাইট এডিটর, ভিডিও এডিটর/ ভিডিওগ্রাফার/ ভিডিও অ্যাসিস্ট্যান্ট, গ্রাফিক্স আর্টিস্ট ও পোস্টপ্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে৷

শূন্যপদ: অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর: ২, প্রোডিউসার: ১০, কপি এডিটর: ২, ক্যামেরাম্যান/ ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ৩, স্টেনোগ্রাফার: ৪, সিজি অপারেটর: ২, অ্যাসিস্ট্যান্ট ওয়েবসাইট এডিটর: ৩, ভিডিও এডিটর/ ভিডিওগ্রাফার/ ভিডিও অ্যাসিস্ট্যান্ট: ৫, গ্রাফিক্স আর্টিস্ট: ১,  পোস্টপ্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট: ৫৷

যোগ্যতা: অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর: ১. স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি, ২. জার্নালিজমে ডিগ্রি/ ডিপ্লোমা, ৩. নিউজ ব্রডকাস্টিং/ নিউজ অর্গানাইজেশনে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা৷

প্রোডিউসার: ১. স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি, ২. জার্নালিজমে ডিগ্রি/ ডিপ্লোমা, ৩. নিউজ ব্রডকাস্টিং/ নিউজ অর্গানাইজেশনে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা৷

কপি এডিটর: ১. স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি, ২. জার্নালিজমে ডিগ্রি/ ডিপ্লোমা৷

ক্যামেরাম্যান/ ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট: ১০+২ সঙ্গে ফিল্ম অ্যান্ড ভিডিওগ্রাফিতে ডিগ্রি/ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা৷

স্টেনোগ্রাফার: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি এবং টিভি অ্যান্ড রেডিও প্রোডাকশনে ডিগ্রি/ ডিপ্লোমা৷

সিজি অপারেটর: ১০+২ সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট৷

অ্যাসিস্ট্যান্ট ওয়েবসাইট এডিটর: ১. স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি, ২. জার্নালিজম/ মাসকমিউনিকেশনে ডিগ্রি/ ডিপ্লোমা৷

ভিডিও এডিটর/ ভিডিওগ্রাফার/ ভিডিও অ্যাসিস্ট্যান্ট: ১. ১০+২, ২. ফিল্ম অ্যান্ড ভিডিও এডিটিংয়ে ডিগ্রি/ ডিপ্লোমা, ৩. সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা৷

গ্রাফিক আর্টিস্ট: ১. ১০+২, ২. গ্রাফিক ডিজাইনে ডিগ্রি/ ডিপ্লোমা, ৩. সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা৷

পোস্টপ্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট: ১. ডিগ্রি, ২. ফিল্ম অ্যান্ড ভিডিও এডিটিংয়ে ডিগ্রি/ ডিপ্লোমা৷

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে৷ www.doordarshan.gov/dduttarpradesh সাইটে গিয়ে দরখাস্তের বয়ান ডাউনলোড করতে হবে৷ পূরণ করা আবেদনপত্র পাঠাতে হবে ‘Head of News, Doordarshan Kendra, 24-Ashok Marg, Lucknow, PIN-226001’ ঠিকানায়৷ খামের উপরে লিখতে হবে ‘EMPANELMENT OF ASSIGNMENT BASED MANPOWER, IN RNU, DD Uttar Pradesh’. পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে আগামী ২৫ জুনের মধ্যে৷ https://doordarshan.gov.in/sites/default/files/GUIDELIES%20%26%20INFORMATION%20FOR.pdf লিঙ্কে গিয়ে দরখাস্তের বয়ান ডাউনলোড করতে পারবেন৷