দেশের প্রতিরক্ষা সরঞ্জামের কারখনাগুলিতে ৬০৬০ ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ পরীক্ষার ফল

606
0
West Bengal HS Result 2023

দেশের প্রতিরক্ষা সরঞ্জামের ৩৮টি কারখানায় ৬০৬০ আসনে বিভিন্ন আইটিআই ও নন-আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিংয়ের জন্য ৫৬তম ব্যাচের যে অবেদন গ্রহণ করা হয়েছিল তার নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। কারখানাওয়াড়ি ফলাফলের লিঙ্ক পাওয়া যাবে এই ওয়েবপেজে: https://ofb.gov.in/news