Site icon জীবিকা দিশারী

দেশের ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলির ইউজিসির তালিকা

fake-university-india-picture

প্রতি বছরের মতো এবারও দেশের ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলির তালিকা প্রকাশ করে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাবধান করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। প্রতি বছরই বলা হুয়, এই ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু প্রতি বছর একই সতর্কতা জারি করে এই সত্যই জানান দেয় যে, প্রতিষ্ঠানগুলি যথারীতি অবাধেই তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। আশা করি উপযুক্ত ব্যবস্থা নেবার জন্য প্রয়োজনে কঠোরতর আইন সরকার প্রণয়ন করে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিশ্চিন্ত করবে।

কলকাতায় রয়েছে দুটি ভুয়ো প্রতিষ্ঠান –

  1. Indian Institute of Alternative Medicine, Kolkatta.
  2. Institute of Alternative Medicine and Research,8-A, Diamond Harbour Road, Builtech inn, 2nd Floor, Thakurpurkur, Kolkatta – 700063

ভুয়ো বিশ্ববিদ্যালয়ের যে তালিকা ইউজিসির ওয়েবসাইটে (https://www.ugc.ac.in/page/Fake-Universities.aspx) পাওয়া যাচ্ছে তা হল :

এছাড়া বিচারাধীন আছে এই প্রতিষ্ঠানটি:

Bhartiya Shiksha Parishad, Lucknow, UP – the matter is subjudice before the District Judge – Lucknow

Exit mobile version