নদিয়া জেলায় প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার

1458
0
Govt Job, Bengal Govt Job, Govt Job in West Bengal, Govt Jobs in West Bengal, Central Government Job, Central Government Job,

নদিয়া জেলায় প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর – 1/19/PLV, Dated : 01.04.2019. মোট ১০টি পদ রয়েছে।

যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ হতে হবে। কল্যাণী এলাকার বাসিন্দা হলে অগ্রাধিকার।

বয়সসীমা: ১ এপ্রিল, ২০১৯ অনুযায়ী বয়সের নিম্নসীমা ১৮।

আবেদন: আগামী ১৮ এপ্রিলের মধ্যে নিরধারিত ফর্মে পূরণ করা আবেদন জমা করতে হবে। আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথির কপি দিতে হবে। এছাড়া আবেদন পত্রের সঙ্গে একটি পাঁচ টাকার স্ট্যাম্প সাঁটা নিজের ঠিকানা লেখা খাম দিতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: ADR Centre Building, Nadia, Krishnanagar Judges Court Compound, Krishnanagar, Nadia, PIN-741101

আবেদন পত্রের নমুনা ডাউনলোড করার লিঙ্ক: https://districts.ecourts.gov.in/nadia

 

Nadia, Nadia Recruit, Nadia Jobs, WB Jobs