নদিয়া জেলা আদালতে গ্রুপ-‘ডি’ ও গ্রুপ-‘সি’ নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষিত

887
0
Nadia, Nadia Court, Nadia Court Recruitment

নদিয়া জেলা আদালতে নিয়োগ বিজ্ঞপ্তি নং 01 dated Krishnagar, the 18th April, 2019 অনুযায়ী গ্রুপ-ডি (প্রসেস সার্ভার/নাইট গার্ড/ফরাশ) পদের জন্য ২০১৯ সালের স্টাফ রিক্রুটমেন্ট এগজামিনেশন ও গ্রুপ-সি (লোয়ার ডিভিশন ক্লার্ক) পদের জন্য প্রিলিমিনারি এগজামিনেশন হবে আগামী ১৭ নভেম্বর। যোগ্য প্রার্থীদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করা যাবে নিয়োগ কমিটির ওয়েবসাইট ( https://www.nadiacourtrecruit.in ) থেকে নিজের লগইন করার আইডি ইত্যাদি দিয়ে, আগামী ৭ নভেম্বর বিকেল ৪টে থেকে। এই বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে: https://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/2403

মূল বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্য-নির্দেশের জন্য দেখতে পারেন এই লিঙ্কগুলিও: https://www.nadiacourtrecruit.in, http://www.districts.ecourts.gov.in/india/wb/nadia/recruit, http://www.calcuttahighcourt.gov.in/Notices/district-recruitmentnotice