নর্দার্ন কোলফিল্ডে ৪৪১ অ্যাপ্রেন্টিস

721
0
SECL Recruitment 2024

নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডে ৪৪১ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী।

শূন্যপদের বিন্যাস: ক্রমিক সংখ্যা ১: ওয়ল্ডোর (জিঅ্যান্ডই): শূন্যপদ ৮৮ (অসংরক্ষিত ৪৭, ওবিসি ১৩, তপশিলি জাতি ১২, তপশিলি উপজাতি ১৬)। এইসবের মধ্যে ৩টি শ্রবণ প্রতিবন্ধী ও ৩টি অস্থি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।

ক্রমিক সংখ্যা ২: ইলেক্ট্রিশিয়ান: শূন্যপদ ১৭৯ (অসংরক্ষিত ৯৪, ওবিসি ২৪, তপশিলি জাতি ২৫, তপশিলি উপজাতি ৩৬)। এইসবের মধ্যে ৬টি শ্রবণ প্রতিবন্ধী ও ৫টি অস্থি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।

ফিটার: শূন্যপদ ১৭৪ (অসংরক্ষিত ৮৮, ওবিসি ২৫, তপশিলি জাতি ২৭, তপশিলি উপজাতি ৩৪)। এইসবের মধ্যে ৬টি শ্রবণ প্রতিবন্ধী ও ৬টি অস্থি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।

ট্রেনিংয়ের সময়সীমা: ১ বছর।

যোগ্যতা: ওয়েল্ডার (জিঅ্যান্ডই): অষ্টম শ্রেণি পাশ সঙ্গে এনসিভিটি/ এসসিভিটি থেকে ওয়েল্ডার ট্রেডে আইটিআই।

ইলেক্ট্রিশিয়ান: দশম শ্রেণি পাশ সঙ্গে এনসিভিটি/ এশসিভিটি থেকে ইলেক্ট্রিশিয়ান ট্রেডে আইটিআই।

ফিটার: দশম শ্রেণি পাশ সঙ্গে এনসিভিটি/ এসসিভিটি থেকে ফিটার ট্রেডে আইটিআই।

সবক্ষেত্রেই ১ এপ্রিল ২০১৮ তারিখের মধ্যে যোগ্যতা সম্পূর্ণ হতে হবে।

বয়সসীমা: ১ এপ্রিল ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৬-২৪ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি: প্রথমে www.apprenticeship.gov.in ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। তারপর www.nclcil.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১২ নভেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত।