নিউক্লিয়ার পাওয়ারে ১৮৫ স্টাইপেন্ডিয়ারি ট্রেনি

625
0
NPCIL Trade Apprentice

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে ১৮৫ জন স্টাইপেন্ডিয়ারি ট্রেনি নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: RR Site/HRM/02/2019.

শূন্যপদের বিন্যাস: ক্যাটেগরি টু স্টাইপেন্ডিয়ারি ট্রেনি (এসটি/ টিএম) অপারেটর: কারেন্ট ভ্যাকান্সি: ৬৮ (অসংরক্ষিত ২৮, তপশিলি জাতি ১১, তপশিলি উপজাতি ৯, ওবিসি ১৪, শারীরিক প্রতিবন্ধী ২, ইডব্লুএস ৬)। ব্যাকলগ ভ্যাকান্সি: ২ (তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)।

ক্যাটেগরি টু স্টাইপেন্ডিয়ারি ট্রেনি (এসটি/ টিএম) মেন্টেনার: কারেন্ট ভ্যাকান্সি: ১০০ (অসংরক্ষিত ৪০, তপশিলি জাতি ১৭, তপশিলি উপজাতি ১৩, ওবিসি ২০, শারীরিক প্রতিবন্ধী ৪, ইডব্লুএস ১০)। ব্যাকলগ ভ্যাকান্সি: ৫ (তপশিলি উপজাতি ৪, শারীরিক প্রতিবন্ধী ১)।

ড্রাইভার কাম পাম্প অপারেটর কাম ফায়ারম্যান এ: কারেন্ট ভ্যাকান্সি: ১০ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ৩, ওবিসি ২, ইডব্লুএস ১)।

বয়সসীমা: স্টাইপেন্ডিয়ারি ট্রেনি পদে বয়স হতে হবে ১৮-২৪ বছরের মধ্যে। ড্রাইভার কাম পাম্প অপারেটর কাম ফায়ারম্যান এ পদে ১৮-২৫ বছরের মধ্যে। সবক্ষেত্রেই বয়স সম্পূর্ণ হতে হবে ২১ জানুয়ারি ২০২০ তারিখে।

যোগ্যতা: ক্যাটেগরি টু স্টাইপেন্ডিয়ারি ট্রেনি (এসটি/ টিএম) অপারেটর: এইচএসসি (১০+২) বা আইএসসি (বিজ্ঞান বিষয় সহ), বিজ্ঞান ও ম্যাথমেটিক্সে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। এসএসসি স্তরে ইংরেজি একটি বিষয় হিসেবে থাকতে হবে।

ক্যাটেগরি টু স্টাইপেন্ডিয়ারি ট্রেনি (এসটি/ টিএম) মেন্টেনার: এসএসসি (বিজ্ঞান ও ম্যাথমেটিক্সে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে) এবং সংশ্লিষ্ট ট্রেডে দু বছরের আইটিআই। এসএসসি স্তরে ইংরেজি একটি বিষয় হিসেবে থাকতে হবে। ট্রেডগুলি হল: ইলেক্ট্রিশিয়ান, ফিটার, ইলেক্ট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, মেশিনিস্ট/ টার্নার, ওয়েল্ডার।

ড্রাইভার কাম পাম্প অপারেটর কাম ফায়ারম্যান এ: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে এইচএসসি (কেমিস্ট্রি সহ সায়েন্স) বা সমতুল সঙ্গে ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স ও অন্তত এক বছরের ড্রাইভিং অভিজ্ঞতা।

বেতন: স্টাইপেন্ডিয়ারি ট্রেনিদের স্টাইপেন্ড প্রথম বছরে মাসে ১০৫০০ টাকা ও দ্বিতীয় বছরে মাসে ১২৫০০ টাকা, ট্রেনিং শেষে নিয়োগের সময় মূল বেতন ২১৭০০ টাকা। ড্রাইভার কাম পাম্প অপারেটর কাম ফায়ারম্যান এ পদে মূল বেতন ২১৭০০ টাকা।

আবেদনের পদ্ধতি: http://www.npcilcareers.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত।