Site icon জীবিকা দিশারী

নিউক্লিয়ার পাওয়ারে ২০০ এগজিকিউটিভ ট্রেনি

NPCIL Trade Apprentice

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে ২০০ জন এগজিকিউটিভ ট্রেনি নিয়োগ করা হবে গেট স্কোরের মাধ্যমে। বিজ্ঞপ্তি নম্বর: NPCIL/HRM/ET/2019/01. নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

শূন্যপদ: বর্তমান: ১৫৫ (অসংরক্ষিত ৬৩, ইডব্লুএস অর্থাৎ আর্থিক দিকে থেকে দুর্বলতর শ্রেণি ১৫, তপশিলি জাতি ২৪, তপশিলি উপজাতি ১১, ওবিসি ৪২)। ব্যাকলগ: ৪৫ (তপশিলি জাতি ১৪, তপশিলি উপজাতি ৭, ওবিসি ২৪)।

ডিসিপ্লিন অনুযায়ী শূন্যপদের বিন্যাস: মেকানিক্যাল: ৮৩ (অসংরক্ষিত ২৬, ইডব্লুএস ৬, তপশিলি জাতি ১৬, তপশিলি উপজাতি ৮, ওবিসি ২৭)। কেমিক্যাল: ১৩ (অসংরক্ষিত ৪, ইডব্লুএস ১, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪)। ইলেক্ট্রিক্যাল: ৪৫ (অসংরক্ষিত ১৪, ইডব্লুএস ৪, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ৪, ওবিসি ১৫)। ইলেক্ট্রনিক্স: ১৪ (অসংরক্ষিত ৪, ইডব্লুএস ১, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ৫)। ইনস্ট্রুমেন্টেশন: ৫ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি ২)। সিভিল: ৪০ (অসংরক্ষিত ১৩, ইডব্লুএস ৩, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৪, ওবিসি ১৩)।

যোগ্যতা: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে বিই/ বিটেক/ বিএসসি ইঞ্জিনিয়ারিং/  সংশ্লিষ্ট ডিসিপ্লিনে এমটেক। গেট ২০১৭ বা ২০১৮ বা ২০১৯-এর বৈধ স্কোর থাকতে হবে।

প্রসঙ্গত, মেকানিক্যালের সমতুল মেকানিক্যাল, প্রোডাকশন। কেমিক্যাল: কেমিক্যাল। ইলেক্ট্রিক্যাল: ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স। ইলেক্ট্রনিক্স: ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কন্ট্রোল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন। ইনস্ট্রুমেন্টেশন: ইনস্ট্রুমেন্টেশন, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেক্ট্রনিক্স। সিভিল: সিভিল।

বয়সসীমা: ২৩ এপ্রিল ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৬ বছরের মধ্যে (জন্মতারিখ ২৩ এপ্রিল ১৯৯৩ বা তার পরে)। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: বাছাই প্রার্থীদের এক বছরের ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৩৫০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। ট্রেনিং শেষে সায়েন্টিফিক অফিসার/ সি (গ্রুপ এ) পদে নিয়োগ।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে ডাকা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে। ইন্টারভিউতে কোয়ালিফাইং মার্কস ৭০ শতাংশ (তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি, ইডব্লুএস ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৬০ শতাংশ)। ইন্টারভিউ হবে মুম্বই, দিল্লি, চেন্নাই ও বেঙ্গালুরুতে। ইন্টারভিউয়ের সময় যাবতীয় প্রমাণপত্রাদির অরিজিনাল দেখাতে হবে। সবশেষে মেডিকেল পরীক্ষা।

আবেদনের ফি: ৫০০ টাকা।  তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.npcilcareers.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদনের সময় গেট ২০১৭/ ২০১৮/ ২০১৯-এর রেজিস্ট্রেশন নম্বর দরকার হবে। অনলাইন আবেদন করার আগে ছবি ও স্বাক্ষর স্ক্যান করতে হবে। ছবি ১২৫×১৬৫ পিক্সেল (৪.৪×৫.৮ সেন্টিমিটার), মাপ হতে হবে ৫০ কেবির মধ্যে এবং স্বাক্ষর ১২৫×৮০ পিক্সেল (৪.৪×২.৯ সেন্টিমিটার), মাপ হতে হবে ২০ কেবির মধ্যে। ছবি ও স্বাক্ষর জেপিজি ফরম্যাটে স্ক্যান করতে হবে। অনলাইন আবেদনের সময় তা নির্দিষ্ট স্থানে আপলোড করবেন। অনলাইন আবেদন করা যাবে ৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল বিকাল ৪.৩০ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।

 

Exit mobile version