নেভির আর্টিফিশার আপ্রেন্টিস ও সিনিয়র  সেকেন্ডারি রিক্রুট পরীক্ষার চূড়ান্ত ফল

686
0
navy officer recruitment 2023

ইন্ডিয়ান নেভির আর্টিফিশার আপ্রেন্টিস ও সিনিয়র  সেকেন্ডারি রিক্রুট -এর 2019-এ ব্যাচে ভর্তির জন্য প্রার্থিবাছাই পরীক্ষার চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হয়েছে। সফল প্রার্থীদের অ্যাপ্লিকেশন নম্বর, রেজিস্ট্রেশন নম্বর সহ পূর্ণ মেধা তালিকা ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে। আর্টিফিশার অ্যাপ্রেন্টিস-এ মোট ৫৪৮ জন এবং সিনিয়র সেকেন্ডারি রিক্রুট-এ মোট  ২৭৫৭ জন সফল প্রার্থীর তালিকা দেওয়া হয়েছে।

ফল জানার লিঙ্ক:https://www.joinindiannavy.gov.in/en/event/merit-list-for-mr-chefs-stewards-02-2017-nmr-hygienists-02-2017-batch-has-been-uploaded.html

 

 

Indian Navy, Indian Navy Result