ন্যাভাল শিপ রিপেয়ার ইয়ার্ডে ১৪৫ অ্যাপ্রেন্টিস

728
0
Naval Dockyard Apprentice Recruitment

কেন্দ্রীয় সরকারের ন্যাভাল শিপ রিপেয়ার ইয়ার্ড (ন্যাভাল বেস কারওয়ার, কর্নাটক)-এ ১৪৫ জন অ্যাপ্রেন্টিস ট্রেনি নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয় পুরুষ/ মহিলা আবেদন করতে পারবেন।

১) এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ও প্রয়োজনীয় আইটিআই ট্রেড: শিপরাইট (উড)-কার্পেন্টার ট্রেডের আইটিআইদের জন্য: ৬ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, ওবিসি ১, ইডব্লুএস ১)। ইলেক্ট্রিশিয়ান (আইটিআই ট্রেড ইলেক্ট্রিশিয়ান): ১২ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪, ইডব্লুএস ১)। ইলেক্ট্রনিক্স মেকানিক (ইলেক্ট্রনিক্স মেকানিক ট্রেড): ১৫ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪, ইডব্লুএস ১)। ফিটার (ফিটার): ৪ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, ওবিসি ১, ইডব্লুএস ১)। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি মেন্টেন্যান্স (ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি মেন্টেন্যান্স বা ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেক্ট্রনিক্স সিস্টেম মেন্টেন্যান্স-এ আইটিআই অথবা কম্পিউটার হার্ডওয়্যার ও পেরিফেরালস মেরামতি ও রক্ষণাবেক্ষণের ওপর কোনো সেন্টার অব এক্সেলেন্স স্কিম বা অ্যাডভান্স মডিউলের সেন্টার অব এক্সেলেন্স স্কিমে ব্রড বেসড বেসিক ট্রেনিং— ইনফরমেশন টেকনোলজি ক্ষেত্রে): ৪ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, ওবিসি ১, ইডব্লুএস ১)। ইনস্ট্রুমেন্ট মেকানিক (ইনস্ট্রুমেন্ট মেকানিক): ৪ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, ওবিসি ১, ইডব্লুএস ১)। মেশিনিস্ট (মেশিনিস্ট): ২ (অসংরক্ষিত)। মেরিন ইঞ্জিন ফিটার (মেরিন ইঞ্জিন ফিটার): ৬ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ১, ইডব্লুএস ১)। বিল্ডিং মেন্টেন্যান্স টেকনিশিয়ান (ম্যাসন বিল্ডিং কনস্ট্রাক্টর): ৩ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, ওবিসি ১)। মেকানিক ডিজেল (মেকানিক ডিজেল): ১১ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩, ইডব্লুএস ১)। মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স (মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স): ৩ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, ওবিসি ১)। মেকানিক মোটর ভিকল (মেকানিক মোটর ভিকল): ১২ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪, ইডব্লুএস ১)। মেকানিক রেফ্রিজেরেটর অ্যান্ড এসি (মেকানিক রেফ্রিজেরেটর অ্যান্ড এসি): ১০ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩, ইডব্লুএস ১)। পেইন্টার জেনারেল (পেইন্টার জেনারেল): ৪ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, ওবিসি ১, ইডব্লুএস ১)। পাইপ ফিটার (প্লাম্বার): ১০ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩, ইডব্লুএস ১)। টেইলর জেনারেল (সিউইং টেকনোলজি বা ড্রেস মেকিং): ৩ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, ওবিসি ১)। টার্নার (টার্নার): ৩ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১)। শিট মেটাল ওয়ার্কার (শিট মেটাল ওয়ার্কার): ৬ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ১)। ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক (ওয়েল্ডার): ১২ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪, ইডব্লুএস ১)।

২) দু বছরের ট্রেনিদের শূন্যপদ: রিগার (অষ্টম শ্রেণি পাশ/ ফিটার বাঞ্ছনীয়): ৫ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, ওবিসি ১)। শিপরাইট স্টিল (ফিটার): ১০ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩, ইডব্লুএস ১)।

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে ম্যাট্রিকুলেশন বা সমতুল পাশ সঙ্গে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে ন্যাশনাল/ স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই। রিগার পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশ, ফিটার ট্রেডে আইটিআই বাঞ্ছনীয়।

বয়সসীমা: ১ এপ্রিল ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৪-২১ বছরের মধ্যে (জন্মতারিখ ১ এপ্রিল ১৯৯৯ থেকে ৩১ মার্চ ২০০৭)। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

স্টাইপেন্ড: অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে, প্রতি মাসে ন্যূনতম ৯০০০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা/ ট্রেড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কারওয়ারে লেখা পরীক্ষা/ ট্রেড টেস্ট হবে।

শারীরিক মাপজোক: উচ্চতা ১৫০ সেন্টিমিটার, ওজন ন্যূনতম ৪৫ কেজি, বুকের ছাতি ৫ সেন্টিমিটার পর্যন্ত ফোলানোর ক্ষমতা সহ। দৃষ্টিশক্তি ৬/৬ থেকে ৬/৯ (৬/৯ চশমা সহ সংশোধিত)।

আবেদনের পদ্ধতি: www.apprenticeship.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট-আউট সহ অন্যান্য যাবতীয় নথি স্পিড/ রেজিস্টার্ড পোস্টে পাঠাতে হবে ‘The Officer-in-Charge, Dockyard Apprentice School, NSRY, Naval Base PO, Karwar, Karnataka 581308’ ঠিকানায়। পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি পৌঁছতে হবে আগামী ১ ডিসেম্বরের মধ্যে। শুধুমাত্র পুরুষদের জন্য হোস্টেলের ব্যবস্থা আছে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।